আমাদের কথা খুঁজে নিন

   

গতকালছিল সেই দিন যেদিস শাবির ভিসি পদত্যাগ পত্র জমা দিয়েছিল ছাত্রদের হাতে!!!!!!ছাত্ররা আগুন ধরিয়ে দিয়েছিল ভিসির বাসায়!!

আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!

ঠিক চার বছর আগের কথা!! সকাল বেলাই ক্যাম্পাসে যাই! আগের রাতে ভিসি অবরুদ্ধ পরিস্থিতি জানার জন্য!! গিয়ে দেখি সব নিরব! ফিরে আসি মদিনা মার্কেট! আকাশে নাস্তা করে বাসায় ফিরি!! হঠাৎ ফোন পেয়ে আবারো যাওয়ার জন্য বের হই!! কোন রিকশা নাই ! কেউ যাবেনা ওই দিকে!! কিযেন হচ্ছে!! বিশ্ববিদ্যালয়ের সামনে যাওয়ার আগেই থেমে যেতে হয়। একটার পর একটা পুলিশের গাড়ি যাচ্ছে! যাচ্ছে ফায়ার সার্ভিসের গাড়ি! বিশ্ববিদ্যালয়ের গেটে গিয়ে দেখি আরিফুর রহমান। আরিফুর রহমান সিলেটের অঘোষিত মন্ত্রী! কথা বলছে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে! বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশ , র্যাব, বিডিয়ার কয়েক শ!! বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে গাছ কেটে ফেলা হয়েছে!! জলছে ভিসির বাসা!! অবরুদ্ধ ভিসি!! ছাত্রদের এক দাবি মোসলেহ উদ্দিন তুই পদত্যাগ কর!!! সময় গড়াতে থাকে!! ভিসির বাসাও জ্বলতে থাকে!! জ্লতে থাকে গাড়ি, ফ্রিজ, টিভি , কম্পিউটার, ফাইল!!! সে এক অবিশ্বস্য দৃশ্য!!!! ছাত্ররা বাড়াতে থাকে ভাঙ্গচুর!! আর প্রস্সুতি নিতে থাকে ক্যাম্পাসে আজ পুলিশ ঢুকলে রক্তের বন্যা বয়ে যাবে!! আতংক !! এক শামীমের মত আজ আবার কত শামীম যায়!!! কেবল মনে হতে থাকে ক্যাম্পাসে পুলিশ ঢুকলে লাশ পড়বে শত শত!!! আর মহান সেই ভিসি মেসলেহ উদ্দিনও কম যায়না!! ছাত্ররা গায়ে হাত তোলা বাকি রেখেছে যার, বৌ, বাচ্চা অবরুদ্ধ তিনি পদত্যাগ করবেননা!!! মোবাইল ফোনে কথা বলেন সাইফুর রহমানের সঙ্গে, আরিফুর রহমানের সঙ্গে!! ছাত্রদলেল সিলেটের সভাপতির সঙ্গে!!!! স্থানীয় সাংবাদিকদের সঙ্গে হায় বিচিত্র দেশ!!!! .... সেদিন ছাত্রদের ভিসি বাসা ভাঙ্গচুড়ে বাধা দিয়েছিল জাফর ইকবাল, ইয়াসমিন মেড্যাম!! সুশান্ত স্যার। সত্যি বলতে জাফর স্যার না থাকলে সেদিন মোসলেহ উদ্দিনের লাশ পড়তো!!!! খুজে পাওয়া যায়নি বিএনপি পন্থি কোন শিক্ষককে!!! সাচেদুল করিম গংদের পেলে সেদিন যে কি হতো!!! এক সময় পদত্যাগ করেন মহান মোসলেহ উদ্দিন অঅহমেদ!!! বাংলাদেশের ইতিহাসে ছাত্রদের হাতে পদত্যাগ করেন কোন ভিসি!!! রেজিষ্ট্রার জামিল আহমেদ ছাত্রদলের দুই ক্যাডারের মোটর সাইকেল এ গিয়ে শহরের কোন স্থান থেকে সেই ডদত্যাগ পত্র রাষ্ট্রপতির কাছে ফ্যাক্স করেন!! বিশ্ববিদ্যালয়ের গ্যাস , বিদু্যত সংযোগ আগেই কেটে দিয়েছিল ছাত্ররা!!! সেবছর আমি মাত্র একটা লিচু খেয়েছিলাম , ভিসির বাসার গাছের লিচু!!!! কিভাবে চলে গেছে চারটি বছর!!! , বি.দ্র--- অনেক কিছু বলা সম্ভব হয়নি!!! কিংবা বলতে ইচ্ছা করেনি!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।