কোটি টাকার গাড়িতে যারা চড়ে
ছেলের জন্য বউয়ের জন্য
আলাদা আলাদা গাড়ি
তাদের জন্যও অনেকটা যানজট
তারাই আবার জ্যামে পড়ে তাকায় কটমট !
ঢাকায় তিন-তিনটা প্রশস্ত বাড়ি
এক বাড়িতে বছরে অন্তত দু’বার সিঁড়ি ভেঙে
নিত্য-নতুন ডিজাইনে সিঁড়ি বানিয়ে পা রাখে কেউ কেউ
বাথরুমের টাইলসও ছ’মাসে বদলানো হয়
চিকিৎসা-সেবা নিতে ব্যাংকক-সিঙ্গাপুর
ছুটি কাটানোর জন্য খুঁজে নেয় স্বপ্নপুর !
তারা এত পয়সা কোথায় পায় ?
মহান মার্কস তোমাকে বলতে হবেনা
যদিও একথা জানতে গিয়ে তুমিও হারিয়েছো স্বজন
কষ্টকর পরিস্থিতিতে !
এই উদ্বৃত্ত টাকা যাদের ঘামে আসে
তারাও তা জানে
ধিকি ধিকি বেঁচে থাকা প্রাণে,
পাঁচমাইল-ছ’মাইল হেঁটে কারখানায় ছোটে
পয়সা নেই উঠবে পাবলিক বাসে !
যে মেয়েটি উঠতি বয়সি স্বপ্ন দেখার তাপে
নিজেকে ভরিয়ে তুলতে চাইছে ---
সে-ও বন্দি হয়েছে শ্রমের খাপে !
কখনো কখনো অসুখ ও অনাহারে
খুপড়িতে অসহায় হয়ে কাঁপে !
আবার যখন চিত্তদাহ নিয়ে তারা রাস্তায় বেরিয়ে পড়ে
দেনা-পাওনার হিসেবটা মাপে ---
শেষের নিঃশ্বাস বাঁচাতে হাঁসফাঁস অবস্থা থেকে খানিকটা নড়ে
তখন ষড়যন্ত্রের কটুগন্ধ কারো কারো নাকে এসে লাগে !
মনে হয় শৃগালেরা তখন এক-রা করে জাগে !
পোশাকের স্তূপ থেকে ধূপ জ্বালিয়ে জ্বালিয়ে
শিল্প তৈরি হয় !
বৈদেশিক মুদ্রার চকচকে এপিঠ-ওপিঠ দেখে
বাহবা দেয় সরকারের কর্তাব্যক্তি ও আর্থনীতিকেরা
আহলাদী ভাষায় এইসব শ্রমজীবীদের ‘সোনার টুকরো’ বলা হয়
কিন্তু তারা কি জানেনা --
কার কতটুকু হাড়ের ক্ষয়?
কার অশ্রুপাত !
কার কষ্টরাত !
কার জন্য তৈরি হয় মৃত্যুফাঁদ !
কুয়ার তলায় চলে যায় কার আর্তনাদ ?
-------------------
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।