আমাদের কথা খুঁজে নিন

   

রহমতউল্লাহকে ফোরামের সমর্থন

ক্রীড়াঙ্গনের এই আলোচিত সংগঠনটি ফেডারেশনগুলোর নির্বাচনে বড় ভূমিকা রাখে সাধারণত। হকির ৭১ জন কাউন্সিলরের মধ্যে ফোরামেরই ২৭ জন কাউন্সিলর। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে ফোরামের রুদ্ধদ্বার বৈঠকে হকি ফেডারেশনের নির্বাচনে খাজা রহমতউল্লাহকে সমর্থনের সিদ্ধান্ত নেয় সংগঠনটি। রহমতউল্লাহ বলেন, “হকির কাউন্সিলর ঠিক না হওয়ার আগেই মোহামেডান এককভাবে প্যানেল ঘোষণা করেছে। আমরা সমঝোতার প্যানেল চেয়েছিলাম।

কিন্তু মোহামেডান আমাদের প্রত্যাশার কোনো মূল্য দেয়নি। তাই হকির স্বার্থে আমরা আবাহনীর পক্ষে নির্বাচন করবো। ফোরাম আমাদের পূর্ণ সমর্থন দিয়েছে। ” ফোরামের সিদ্ধান্তে চিন্তিত নন আরেক সাধারণ সম্পাদক প্রার্থী ও মোহামেডানের হকি কমিটির চেয়ারম্যান শফিউল্লাহ আল মুনীর। তিনি বলেন, “ফোরামের এই সিদ্ধান্তে আমি মোটেও শঙ্কিত নই।

তবে রহমতউল্লাহকে সমর্থন দেয়ার জন্য কাউন্সিলরদের হুমকি দেয়া হচ্ছে। যেসব কাউন্সিলর আমাকে চেনেন-জানেন তারা নির্বাচনে আমাকেই সমর্থন দেবেন। বিজয়ী হওয়ার ব্যাপারে আমি আশাবাদী। ” জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় যে পাঁচ জন কাউন্সিলরের নাম হকি ফেডারেশন পাঠিয়েছে তারা সবাই আবাহনীর। এ প্রসঙ্গে মুনীর বলেন, “মোহামেডান দেশের ক্রীড়াঙ্গনের বড় নাম।

কিন্তু এনএসসির কোটায় মোহামেডান থেকে কাউন্সিলর না পাঠিয়ে ফেডারেশন পক্ষপাতিত্ব করেছে। ”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.