আমাদের কথা খুঁজে নিন

   

আন্তরিকতায় বিভ্রান্তি :



অনেকটা সময় ছেলে বেলায় বা যৌবনের প্রারম্বে বন্ধুদের নিয়ে সাথে পথ চলতে হাত ধরেই হাটতাম । এতে কোন সংকোচ বা লজ্জার কোন ব্যায়াপার মনে হতনা উপরোন্ত বন্ধুদের মাঝে একে অন্যের প্রতি আন্তরিকতার বহি:প্রকাশ ছিল । সময় অনেক গড়িয়ে যখন বিদেশ এলাম তখন ব্যায়াপার টা হাড়ে হাড়ে টের পেলাম ব্যায়াপার সত্যিই লজ্জার বা দৃষ্টিকটু । বহি:বিশ্বের দৃষ্টিভংগী পুরুষে-পুরুষে হাত ধরে চলাকে এরা গে বা সমকামী পুরুষদেরই মনে করে । হ্যাঁ , মেয়ে বান্ধবী,বউ বা মহিলাদের হাত ধরে চলার মাঝে একটা অহমিকা বা একটা সুস্ত-মনোবিকাশের পরিচয় বহন করে থাকে । উন্নত বিশ্বে যদিও অনেক দেশে সমকামী বা সিভিল পাটনার আইনের চোখে স্বীকৃত তবুও এরা বৃহত্তর সমাজের অংশে নিন্দিত । এখনও কালে-ভাদ্রে বাংলাদেশে গেলে চিরচারিত এই আন্তরিকতায় বিভ্রান্তির দৃশ্যটি অনেক সময় নজরে আসে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.