আমাদের কথা খুঁজে নিন

   

ইউটিউবে মিনিটে ১০০ ঘণ্টা ভিডিও

আট বছরে পা দিয়েছে ইউটিউব। এই উপলক্ষে বেশকিছু মজার তথ্য প্রকাশ করেছে ভিডিও শেয়ারিং সাইটটি। ইউটিউবের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি মিনিটে গড়ে ১০০ ঘণ্টার ভিডিও আপলোড হয় সাইটটিতে। ইউটিউব চালু হবার আট বছর উপলক্ষে এই তথ্যগুলো জানিয়েছে প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল।
ইউটিউিবের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে এক লাখ ৪৪ হাজার ঘণ্টার ভিডিও আপলোড হয় সাইটটিতে।

ইউটিউবের বক্তব্যে বলা হয়েছে, এর পুরো কৃতিত্ব সাইটটির ১০০ কোটি ব্যবহারকারীর।
২০০৫ সালের মে মাসে চালু হয়েছিল ইউটিউব। ২০০৬ সালের অক্টোবর মাসে গুগল সাইটটি কিনে নেয় ১৬৫ কোটি ডলারে।
সম্প্রতি প্রতি মাসে ইউটিউব ব্যবহারকারী ডিভাইসের সংখ্যা ছাড়িয়ে গেছে ১০০ কোটি। স্মার্টফোন আর ট্যাবলেট কম্পিউটারের জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইউটিউব ব্যবহারকারী ডিভাইসের সংখ্যা আরও বাড়বে বলে আশা করছে গুগল।

গুগলের নির্বাহী চেয়ারম্যান এরিক স্মিড জানিয়েছেন, সংখ্যাটি ৬০০ থেকে ৭০০ কোটি ছাড়িয়ে যেতে পারে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.