আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা
সচলায়তনের একটা লেখার লিংক ধরে বিবিসি বাংলার ওয়েবসাইটটা নতুন করে দেখার একটু খায়েশ হইলো সেই খায়েশ মিটাইতে বিবিসি বাংলার সাইটে গেলাম হঠাৎ চোখে পড়লো দেশের স্ব---নামধন্য ব্যবসায়ী ফ্যাশন কিং এটিএন বাংলার প্রতিষ্টাতা মাহফুজুর রহমানের সাক্ষাৎকার । ভাবলাম এটাতো মামা মিস করা যায়না বিনোদন অবশ্যই আছে। সাক্ষাৎকার পড়তে পড়তে নিচের দিকে এসে দেখলাম শুধু বিনোদন না চরম বিনোদন ।
ভাবলাম সবার সাথে বিনোদন শেয়ারে বিনোদন বেড়ে যায় তাই শেয়ার করলাম । বিনোদণ শুরু করেন ..........
এটিএন বাংলায় তাঁর এবং তাঁর স্ত্রী ইভা রহমানের উপস্থিতি অনেক বেশী কেন? এই প্রশ্নের উত্তরে মাহফুজুর রহমান বলেন, চ্যানেলটি তাঁর; সুতরাং আর সবার মত তিনিও চান টিভিতে তাকে দেখা যাক।
তাই তাঁর চ্যানেলে স্বাভাবিকভাবেই তাকে বেশী দেখা যায়।
তিনি বলেন, একইভাবে ইভা রহমান এই চ্যানেলের একজন পরিচালক, শিল্পী হিসেবেও অত্যন্ত উচুঁ মানের এবং তার মতে টেলিভিশনে যেটি সবচেয়ে আগে বিবেচ্য সেই সৌন্দর্যের বিচারে তিনি খুবই সুন্দরী তাই তাকে না দেখানোর কোন কারণ নেই। তিনি বলেন, ইভা রহমানের গান এর অনুষ্ঠান সবচেয়ে বেশী র্দশকপ্রিয়তা পায়
কি আর কমু । আপনারাই কন বিনোদন কিনা !!!!!কাগু আর এই স্রষ্টা সৃষ্টির মাঝে কোন তফাৎ নাই। এরা দুইজনেই বিনোদন চরম বিনোদন
ছবিটা নাফিস ভাইয়ের পোস্ট হতে নেয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।