আমাদের কথা খুঁজে নিন

   

হায় সময় এত ছোট কেনে এ ভূবনে?

যা কিছু সত্য, সুন্দর তার সাথেই আমি জোসনা রাত ছাদে একা একা ঘুরছি....আহা চান্দের কি আলো....ইচ্ছে করে ঐ অনন্ত আকাশে হারিয়ে যেতে...কত চাঁদনি রাতে এই ভাবে কাটিয়েছি...ইস্ রে সেই দিন গুলো যদি ফিরে পেতাম....! চারিদিকে সুনশান নিরবতা...আমার মত কোন নিশাচর পাখি নেই বোধহয়....মনে হয় কেউ কেউ স্বপ্নে বিভোর...আর আমি নস্টালজিয়ায় বিভোর...কেন জানি অতীত কে নিয়ে ভাবতে ভালো লাগে আর মনে হয় আমি যেন এখন অতীতে বর্তমান......হায় সময় এত ছোট কেনে এ ভূবনে????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।