মনের না বলা কথা বলতে চাই
ঈদের খুশি
ইসলামে আছে দিতে হবে
সবার অধিকার,
গরীব দুঃখী সবার মাঝে
থাকবেনা অবিচার।
বাড়ির পাশে ছোট্ট কুঠি
ছোট্ট সে যে ঘর,
রাত্রি দিনে সকাল সন্ধ্যায়
থাকে অনাহার।
জমি নাই কাজ নাই
আছে বস্তিশালা,
দিতে হবে তাদের গলায়
ঈদের খুশির মালা।
করবো খেলা তাদের সাথে
ঈদের ঐ বেলা,
গড়ব মোরা স্বপ্নের মত
ঈদের ঐ মেলা।
ঈদের খুশি থাকবেনা আর
ঘরে আবদ্ধ,
গরীব দুঃখী সবার মাঝে
গাইবে তো ছন্দ।
[একটা বানান বাদে সবকিছু অপরিবর্তিত রাখার চেষ্টা করেছি।]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।