যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে
সব আছে আগের মতো,
বেঁচে থাকতে যতটুকু অর্থ ।
বুক শেলফে গাদা গাদা বই আছে,
ছাইদানিতে ছাই আছে,
সব আছে আগে মতো ।
শুধু বাবা নেই,
বাবার চোখ রাঙ্গানি ভয়ও নেই,
আদর নেই,খুশি নেই,
ধমক নেই,অট্টহাসিও নেই।
দেয়ালিকা নেই,
বাবার মোটা ফ্রেমের চশমাটাও নেই,
বেঁচে থাকার কি দরদ আছে?
পুণ্য নেই,ছন্দ নেই,
আগের মতো কিছুই নেই।
মা আছেন,পরাণ হয়ে বেঁচে আছেন,
মায়ের আঁচল আছে,
ময়ের কুঁচকে যাওয়া মুখ দেখে,
কষ্ট কিনি প্রভুর কাছে ।
যখন ভাবি বাবার কথা,
বন্ধু !
তোর চোখে জল কেন ?
আমার চোখে জল নেই,
বাবার কোন ছায়া নেই,
অমাবস্যায় কি জোছনা আছে ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।