আমাদের কথা খুঁজে নিন

   

হাসিনা বুবুর শুভংকরের ফাকি

রাজাকার মুক্ত বাংলাদেশ চাই

আওয়ামী লীগ ক্ষমতায় এলেই জনগণ সুখে-শান্তিতে থাকতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আশুগন্জে নতুন পাওয়ার প্লান্ট চালু করতে গেলেন হাসিনা। কিন্তু এটাকে তো শুভংকরের ফাকির মত মনে হচ্ছে। গ্যাসের অভাবে সরকারী পাওয়ার প্লান্ট চালাতে পারছে না, সেখানে বেসরকারী পাওয়ার প্লান্টের ফিতা কেটে লাভ কি? নতুন পাওয়ার প্লান্টের জন্য ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে, সেটাতো সরকারী কোটা থেকে কেটে নিয়েই। আওয়ামীলীগ আসার পর তো গ্যাসের উৎপাদন বাড়াতে পারে নাই।

এই ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরকারী পাওয়ার প্লান্টে সরবরাহ করলেতো ৫৫ মেগাওয়াট বিদু্ৎ কিনতে হতো না। সেচ মৌসুম শেষ হল, ওভারহলিং এর জন্য কাফকো কিছুদিন বন্ধ ছিলো, ঐ সময় লোডশেডিং ও একটু কমেছিল, কিন্তু এখন কাফকো-কে পুরোদমে গ্যাস দিতে হচ্ছে। এখনতো সেচ নাই। কিন্তু হঠাৎ করে যে আবার লোডশেডিং বেড়ে গেলো, সেটাও সবারই জানা। যতই বেসরকারী পাওয়ার প্লান্ট হোক, পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে না পারলে কোনো লাভ হবে না।

বেসরকারী প্লান্ট গুলোকে চুক্তি মোতাবেক গ্যাস দিতে গিয়ে সরকারী প্লান্ট গুলোর উৎপাদন কমানো হচ্ছে। বেশী দামে প্রাইভেট কোম্পানী থেকে কারেন্ট কিনতে গিয়ে সরকার বিদ্যুতের দামে শ্রীঘই আর একদফা বাড়াবে এটা নিশ্চিত । আর এড় ঠেলাটা পড়বে আমজনতার উপর। তাই সবার আগে উচিত, পর্যাপ্ত গ্যাসের সরবরাহ নিশ্চিত করা। তারপর পাওয়ার প্লান্ট।

গত দেড় বছরে বর্তমান গ্যাসেক্ষেত্র গুলো থেকে উৎপাদন বাড়ানোর জন্য তেমন কোনো পদক্ষেপ দেখা যায় নাই। জ্বালানী সরবরাহ নিশ্চিত করতে না পারলে বিদ্যুত উৎপাদন বাড়ানো সম্ভব নয়। আমি অন্তত সুখে নাই। ১,০,১,০ এই রকম বাইনারী লোডশেডিং (কিংবা বলতে পারেন ডিজিটাল লোডশেডিং ) এ আমি অতিষ্ট।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.