আমাদের কথা খুঁজে নিন

   

খৃষ্টিয় সালে নবী স. এর জীবনী

---

অনেক সময় মুহাম্মদ স. এর জীবনী পড়তে যেয়ে খৃষ্টিয় সনের সাথে হিজরি সনের তালগোল পাকিয়ে যায়। বিশেষ করে নবী স. কর্তৃক হিজরত অর্থাৎ মদীনাতে প্রস্থানের আগে সালগুলো হিসেব করা কঠিন। মুহাম্মদ স. এর বেশিরভাগ জীবনী গ্রন্থে ইংরেজী বছরগুলোর নির্ভুল উল্লেখ নেই। এ কারণে পাঠককে ঘটনাক্রমের সঠিক কাল নির্ধারণে যথেষ্ট কালক্ষেপন করতে হয়। আমরা যারা ইংরেজী ক্যালেন্ডারে সাল গণনা করতে অভ্যস্ত হয়ে গেছি তাদের সুবিধার্থে মুহাম্মদ স. এর ঘটনাপঞ্জি (Chronicle) খৃষ্টিয় শতাব্দিতে নিয়ে আসার চেষ্টা করেছি।

ভুল হলে যদি কেউ শুধরে দেন তাহলে পাঠকরা উপকৃত হবে। ঘটনাপঞ্জির বেশিরভাগ ক্ষেত্রেই তারিখের কোন উল্লেখ পাইনি। যদি কারো কাছে তারিখ ও মাসগুলোর সঠিক উপাত্ত থেকে থাকে তাহলে দয়া করে জানাবেন, আমি সে অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন করব। এতে করে মুহাম্মদ স. এর জীবনী নিয়ে যারা তথ্যমূলক গবেষণা করছেন তারা যথেষ্ট উপকৃত হবেন বলে মনে করি। ইংরেজি সনে মুহাম্মদ স. এর ঘটনাক্রম: ৫৭০ : মুহাম্মদ স. এর জন্ম।

কারো কারো মতে ৫৭১ সালের ২০ বা ২২ শে এপ্রিল। ৫৭৬ : তাঁর স. এর মা আমিনা মদিনা ও মক্কার মাঝখানে আবওয়া নামক স্থানে মৃত্যুবরণ করেন। অত:পর তিঁনি পিতামহ (grandfather) আব্দুল মুত্তালিবের তত্বাবধানে আসেন। ৫৭৮ : তাঁর পিতামহ আব্দুল মুত্তালিব এর মৃত্যু হয়। অত:পর তিনি তাঁর পিতৃব্য আবু তালিব এর তত্বাবধানে আসেন।

৫৯৫ : প্রথম বিয়ে। ৬০৫ : নবুওয়াত প্রাপ্তির পূর্বে অন্যতম ঘটনা। কাবাগৃহ পূননির্মানের পর কালো পাথর বা হাজারে আসওয়াত পাথরটিকে নিয়ে যে বিবাদ তা নবী স. এর নের্তৃত্বে মিমাংসিত। ৬০৭ : নবী স. আন নূর পর্বতের হিরা গুহায় প্রায়ই ধ্যানমগ্ন হতেন । ৬১০ : নবুওয়াত প্রাপ্তি।

১০ ই আগষ্ট। (approx.) ৬১৩ : মক্কাবাসিদের মধ্যে সর্বপ্রথম প্রকাশ্যে ইসলাম প্রচার। ৬১৫ : চরম ক্রোধ ও নির্যাতন এড়ানোর জন্য চৌদ্দ জন পুরুষ ও চারজন মহিলা সাহাবীর আবিসিনয়া(বর্তমানে ইথিপিয়া) গমন। এর মধ্যে ছিলেন ওসমান বিন আফ্ফান ( পরবর্তীকালে তৃতীয় খলিফা) ও তাঁর স্ত্রী উম্মে কুলসুম (নবী স. এর কন্যা) । ৬১৭ : গোত্র মাখজুম (আবু জেহেলের গোত্র) ও বনু আব্দ শামস , মুহাম্মদ স. এর পরিবার বনু হাশেমের উপর অর্থনৈতিক অবরোধ ও সামাজিক বয়কটের ঘোষণা দেয়।

এই বয়কট প্রায় তিন বছর পর্যন্ত বলবৎ ছিল। ৬১৯ : খাদিজা ও আবু তালিব এর মৃত্যু। নবী স. এর তায়েফ গমন। সেখানে তিনি চূড়ান্ত ক্রোধ ও অপমানের শিকার হন। ৬২০ : ইসরা ও মিরাজ সংঘটিত হয়।

৬২১ : মদীনা থেকে আগত আনসারদের সাথে “আকাবারের প্রথম শপথ” অনুষ্ঠিত হয়। ৬২২ : (ক) আকাবারের দ্বিতীয় শপথ অনুষ্ঠিত হয় এবং (খ) কুরাইশের প্রায় সব গোত্রের প্রধান নেতার সম্মিলিত বৈঠকে নবী স. কে হত্যার চূড়ান্ত পরিকল্পনা গৃহিত হয়। (গ) নবী স. ইয়াসরীবে(বর্তমানে মদিনা) চলে যান ও হিজরি সনের শুরু। ৬২৪ : বদর যুদ্ধ, ১৩ ই মার্চ। (approx.) ৬২৫ : উহুদের যুদ্ধ, ১৮ই মার্চ।

(approx.) ৬২৭ : খন্দকের যুদ্ধ, ফেব্রুয়ারী। (approx.) ৬২৮ : (ক) হুদায়বিয়ার চুক্তি স্বাক্ষরিত । (খ) এ বছরেই খাইবারের যুদ্ধ অনুষ্ঠিত হয়। মে মাস। ৬২৯ : সেপ্টেম্বার, মূতাহ'র যুদ্ধ।

বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে প্রথম লড়াই , সিরিয়ার মূতাহ্ অঞ্চলে সংঘটিত হয়। ৬৩০ : (ক) মক্কাবাসীর সিদ্ধান্ত অনুযায়ী হুদায়বিয়ার চুক্তি রদ হয়। (খ) মক্কা বিজয়, ১ জানুয়ারি। (approx.) (খ) হুনাইনের যুদ্ধ, এক-ই মাসে, জানুয়ারী। (গ) তায়েফ বিজয়, হুনাইনের যুদ্ধের পরপর, সম্ভবত জানুয়ারীর শেষের দিকে।

(ঘ) তাবুক যুদ্ধ, অক্টোবর। ৬৩১ : আরব ভূখন্ডের ৯০ শতাংশ নবী স. এর কর্তৃত্বাধীন। ৬৩২ : নবী স. এর মৃত্যু, ৮ই জুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.