আমাদের কথা খুঁজে নিন

   

ইশতিয়াক ভাই ও আমার ব্লগ লেখা

Shams

১ বছর আগে যখন আমি আমার জীবণ নিয়ে জুয়া খেলে যখন একের পর এক পরাজয়ে নিজে-নিজে ধুঁকছি। আমি তখন চরম হতাশা থেকে নিজেকে ফেরানোর জন্য ব্যাকুল। ৪/৫ বছরের বিরতির পর আবার কার্টুন আকাঁনো শুরু করি। তবে এবার আর স্থানীয় সংবাদ পত্রে নয় জাতীয় সংবাদ পত্রে। কিন্তু জাতীয় সংবাদ পত্রে সুবিধা করতে পার ছিলাম না।

আমাকে রাজনৈতিক কার্টুন আকাঁনো জন্য স্ট্রাগল শুরু করতে হয়। আমার দুঃভাগ্য আমার কার্টুনে টাইমিং, আইডিয়া, কোয়ালিটি আর কোয়ানটিটির সমন্বয় করাতে পারছিলাম না। আমার হতাশা আরো বেড়ে যায়। এ সময় ইশতিয়াক ভাইয়ের সাথে ‘যুগান্তর’-এ আলাপ হয়। তিনি আমাকে নূতন পথ দেখান ব্লগের পরিচয় করিয়ে দেন।

সামহোয়্যার ইন ব্লগ সম্পর্কে জানান। তারা আগ পযর্ন্ত ব্লগ সম্পর্কে আমার স্পর্ট কোন ধারণা ছিলো না। বাসায় ফিরে সামহোয়্যার ইন ব্লগে রেজিস্ট্রেশন করি শুরু হয় নতুন স্ট্রাগল, ব্লগ লেখা। তার পর ১টা বছর পার হয়ে গেল। এই ১ বছরে ব্লগ ৮০টা পোস্ট করেছি, ৫৬৭টা মন্তব্য পেয়েছি।

অনেকের ভালোবাসা পেয়েছি। আমার কার্টুনের জন্য প্রয়োজনীয় অনেক মন্তব্য পেয়েছি। ব্লগে নিয়মিত কার্টুন পোস্ট করে আমার কার্টুনের টাইমিং, আইডিয়া, কোয়ালিটি আর কোয়ানটিটির সমন্বয় করাতে পেরেছি। এখন আমি ম্যাগাজিনে আকঁছি! ইশতিয়াক ভাইয়ের জন্য আজ আমি ব্লগ কম্যুনিটির অন্যতম গবির্ত সদস্য। আমি শুনতে পাই ‘বাঁধ ভাঙ্গার আওয়াজ’ , আমার আওয়াজও আজ ‘বাঁধ ভাঙ্গার আওয়াজ’।

আমার ব্লগ লেখার বর্ষপুর্তিতে আমি ধন্যবাদ জানায় ইশতিয়াক ভাইকে, সামহোয়্যার ইন ব্লগকে, সামহোয়্যার ইন ব্লগের সকল ভিজিটারদের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।