আমাদের কথা খুঁজে নিন

   

এমিরাটসে ফ্লিকার বন্ধ!

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

হাতে ঘন্টা দুইতিন সময় আছে। ব্রাজিল থেকে আসার পথে মোটামুটি হাতপা ছড়িয়ে ঘুমিয়ে নিয়েছি। ভাবছিলাম এয়ারপোর্ট যতক্ষণ থাকুম ততক্ষণ ছবিটবি ডাউনলোড কইরা ফ্লিকারে ঢুকামু। কিন্তু ফ্লিকার দেখলাম বন্ধ - flickr.com/photos/sidorenko/ এরকম একটা উরাল আসে আর তাতে লেখা হইলো দিস সাইট ইজ ব্লকড। বিস্তারিত মেসেজটা হইলো দি এক্সেজ অব দিস সাইট ইজ কারেন্টলী ব্লকড।

দি সাইট ফল আন্ডার দি প্রহিবিটেড কনটেন্টস ক্যাটাগরী অব দ্যা ইউএই এর ইন্টারনেট এক্সেজ ম্যানেজমেন্ট পলিসি। মেসেজের নিচে অবশ্য এই পলিসি নিয়ে মন্তব্য করতে চাইলে সেটা জানানোর একটা অপসন রেখেছে। ওটা পাওয়া যাবে - etisalat.ae/index.jsp?type=proxy । বাংলাদেশে এই পলিসির নামগন্ধ আমরা কবে শুনবো? এই পলিসির আবশ্যকতা রয়েছে বটে, প্রতিটা দেশ নিজের মত করে আইন তৈরী করবে সেটাই স্বাভাবিক। কিন্তু ফ্লিকারের মত এত জনপ্রিয় গ্লোবাল ওয়েবসাইট বন্ধ করার কোনো মানে হতে পারে না।

তীব্র নিন্দা জানাইলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.