mamun.press@gmail.com
আবদুল্লাহ আল-মামুন,ফেনী
মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকা তৈরীর কাজ শেষ পর্যায়ে। গত বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খসড়া ভোটার তালিকায় জেলার ৬ উপজেলায় ২ হাজার ৫ শত মুক্তিযোদ্ধা ভোটার হয়েছেন। সর্বাধিক ভোটার ছাগলনাইয়ায়। এখানে ৬ শ ৫৩ জন ভোটার হয়েছেন।
এছাড়া সদর উপজেলায় ৫ শ ৩২ জন, দাগনভূঞা উপজেলায় ২ শ ৬৬ জন, সোনাগাজী উপজেলা ৫ শ ৮৯ জন, পরশুরাম উপজেলা ২ শ ৩৮ জন ও ফুলগাজী উপজেলায় ২ শ ২২ জন মুক্তিযোদ্ধা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। আগামী ২৬ জুন মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় জেলা ও উপজেলা কমান্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আলীম আখতার খান রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন। এছাড়া সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগন সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় আপত্তি ও সংশোধন ১০ মে’র মধ্যে লিখিতভাবে রিটার্নিং অফিসারকে জানাতে হবে।
১১ মে আপত্তির নিস্পত্তিকরন, ১৩ মে আপিল দাখিল, ১৬ মে আপিল নিস্পত্তিকরন ও ১৯ মে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। ২৫ মে মনোনয়নপত্র দাখিল, ২৬ মে বাচাই, ৩০ মে আপিল, ৩১ মে আপিল নিস্পত্তি, ১ জুন প্রার্থীতা প্রত্যাহার, ২ জুন চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ৩ জুন প্রতিক বরাদ্ধ দেয়া হবে। ২৬ জুন একযোগে উপজেলা পর্যায়ে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।