We have a best in our self and I have unlashed mine. YEAH, I FEEL COOL!!!
কি করব ভেবে পাচ্ছিনা। একটা টরেন্ট নামাচ্ছি, প্রায় চার দিন হয়ে গেছে এখনো নামতেই আছে। মাঝে মাঝে ০.১ কেবি তে চলে আসে। সকালে এবং রাত নিশায় ভালা স্পিড দেয় তাই ভাবলাম আজ সকাল থেকে কানা বগির মত বসব। আমি আবার কম্পিউটার ওন করে দূরে যেতে পারিনা ডর লাগে যদি ভাস্ট মারে সাড়ে সর্বনাশ হবে।
একবার একটার নষ্ট হয়েছিল, কি কারণে তা জানিনা আমি যা জানি তা হল ওন করে বাথরুমে গিয়েছিলাম এসে দেখি ফুট্টুস!!!
যাক এখন শিরোনামে আসি। এমন আজব শিরোনাম দেবার কারণ কি তা হয়তো অনেকে জানার জন্য মাথা চুলকাচ্ছেন। বলছি শুনেন, আমি বকাবকি ভালা পাইনা, কেউ আমাকে বকা দিলে মারামারি শুরু করি, এখন অবশ্য কান্দাকাটি করিনা কিন্তু ছোট কালে মারতে না পারলে কান্না শুরু করতাম।
অনেক সময় অনেকে এমন কিছূ করে যখন আমরা খুবই রাগান্বিত হই এবং বকা দিতে চাই বা বকা দেই, আমি যেহেতু খারাপ বকা জানিনা, শুনে শুনে জানলেও মুখে আনতে পারিনা তাই আমি বকা দিতে পারিনা। কিন্তু মাথা গরম হয় এবং তাকে কিছু বলে বকা দিতে চাই।
তো আমি কি করি, যেমন যখন গাড়ি চালাই আমার সামনে যদি অকেজু চালক পড়ে ( মানে যে খুব ধীরে চালায়) তাকে আমি শজারু বন্ধু গণ্ডার!!! বলি। শিক্ষিত লোকে অশিক্ষিতর মত কাজ করলে তাকে বলি তালকানা। ভালো মানুষে উল্টা পাল্টা করলে বলি বাইডিলা (বাইডিলার আসল অর্থ আমি জানিনা ) মানুষ হয়ে অমানুষের কাজ করলে তাকে আমি নরপশু বলি।
বকাবকি আসলে খুব খারাপ একটা অভ্যাস যা বর্জন করা খুব ভালো একটা কাজ। বকাবকি করলে মন মেজাজ গরম থাকে এবং ভালো কাজে সমস্যা করে।
কারণ মাথা গরম থাকলে আমরা ভালো কিছু চিন্তা করতে পারিনা।
রাগ রিপুকে আয়ত্তে রাখা মহাসাধকদের সাধনা। ©কবিআব্দুল
বকবক শুনে মাথা গরম হলে বকা দেবেন্না, আমি কান্না শুরু করব
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।