নদীর দুপাড় ভাঁঙ্গতে ভাঁঙ্গতে উজার হয়েছে
গ্রামের পর গ্রাম। কত না সভ্যতা চাপা পড়েছে
মাটির গভীরে। অনাবিস্কৃতই রয়ে গেছে কত
ঠিক রহস্যময়ী নারী শরীরের ভাঁজের মতো।
ভাঁঙ্গন ঠেকাতে পারেনি আবার নতুন নির্মাণ
জলে ধুয়ে গেলেও নেভেনি দীপ্ত কোন অনির্বাণ।
চাপা পড়া সভ্যতার উপর আবার গড়ে উঠেছে
কোলাহল; বিলুপ্ত দেহের ভাঁজে আবার জন্মেছে
কোন নারী, প্রথাগত চাষাবাদে আদিম কৃষক
মরা ক্ষেতের পাশে বসে রাশিফলে সাময়িক শোক।
বাঁচতে হবে তাই লড়তে হবে, শিক্ষা অতি আদি
দক্ষ চাষীর হাতে সুফলা, হোক জমি অনাবাদী।
ভাঁঙ্গনের রুঢ় শিক্ষায় নতুন নির্মাণের স্বপ্ন
আমি সেই জাতিস্বর কাঁধে লাঙ্গল ভাঁঙ্গনে মগ্ন।
০৯/০৫/২০১০
প্রজাপাড়া-পীরগঞ্জ-রংপুর
ভোর রাত ২টা ৩০ মিনিট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।