নিয়তি অনতিক্রম্য
বুড়োদের প্রায়ই বলতে শুনি – কিচ্ছু হচ্ছে না। কথাটা বলা হয় আমাদের প্রজন্মের ছেলে মেয়েদের সম্পর্কে। কথাটা সবচেয়ে বেশি শুনি এ সময়ের গান নিয়ে। আজকাল আমরা যে সব গান শুনি সে গুলো নাকি কোন গানের পর্যায়েই পড়ে না।
এক তরফাভাবে একথার পক্ষে বা বিপক্ষে চিৎকার না করে আমি যৌক্তিক ভাবে এর জবাব দিতে চাই।
তাই এ সময়ের কিছু ভাল গানের একটা তালিকা বানিয়েছি। এ গান গুলো একান্তই আমাদের প্রজন্মের নির্মাণ, নিছক রিমিক্স নয়। তালিকায় কোন ভাল গান বাদ পড়ে গেলে অথবা কোন তথ্যে ভুল থাকলে সংশোধনের অনুরোধ রইল। আমি সংগীত বিশেষজ্ঞ নই। তাই গান নির্বাচনের সময় এর ব্যাকরগত দিকটি বাদ দিয়ে শ্রুতি মাধুর্যের দিকটিকে গুরুত্ব দিয়েছি।
এ পোস্টটি আমার প্রজন্মের প্রতি বুড়োদের অভিযোগের জবাব।
১. সে যে বসে আছে একা একা - অর্ণব
২. এক পায়ে নূপুর আমার - তপু ও আনিলা
৩. যায় দিন, যায় একাকী - এস আই টুটুল
৪. পৃথিবীর যত সুখ - হাবিব ও ন্যান্সি
৫. যাও পাখি বল তারে - কৃষ্ণকলি
৬.আমি তোমাকেই বলে দেব - সঞ্জীব চৌধুরী
৭. বাংলাদেশ - জেমস
৮. তুমি আমার বায়ান্ন তাস - বাপ্পা
৯. রংধনু ভাল লাগে, নীল আকাশ ভাল লাগে- নিশিতা বড়ুয়া (ক্লোজ আপ ওয়ান)
১০. এই মুখরিত জীবনের চলার বাঁকে - সোলস
১১. সেই তুমি - আইয়ূব বাচ্চু
১২. ভাল লাগে রাত, ভাল লাগে চাঁদ - সামিনা চৌধুরী(রানী কুঠির বাকী ইতিহাস)
১৩. ধ্রুবতারা - এস আই টুটুল
১৪. আলো আলো আমি কখনো খুঁজে পাব না - তাহসান
১৫. নিধুয়া পাথারে - কৃষ্ণকলি
১৬. তোমার জন্য - বালাম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।