আমাদের কথা খুঁজে নিন

   

মীর কাশেম আলী দেশে ফিরলেন

দেশকে ভালবাসা

মীর কাশেম আলী দেশে ফিরলেন দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান, জামায়াত নেতা মীর কাশেম আলী দেশে ফিরেছেন। তিনি আজ শনিবার ভোর পাঁচটা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বিমানে দেশে ফেরেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা (ওসি ইমিগ্রেশন) প্রথম আলোর কাছে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ২৪ মার্চ কাতার এয়ারওয়েজের কিউআর-৩৪৫ বিমানযোগে মীর কাশেম আলী দেশ ত্যাগ করেন। তাঁর গন্তব্য ছিল দুবাই হয়ে সৌদি আরব।

আজ ভোরে তিনি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বলে জানা গেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতাবিরোধী কার্যকলাপে জড়িত থাকা ব্যক্তিদের বিচার শুরু হওয়ার আগের দিন অন্যতম অভিযুক্ত মীর কাশেম আলীর দেশ ত্যাগ করা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। বিমানবন্দরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী বিভিন্ন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের তালিকা সরবরাহ করে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেই তালিকায় মীর কাশেম আলীর নাম ছিল। তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ সেই সময় জানিয়েছিল, মীর কাশেম আলী দেশত্যাগ করেন তালিকা সরবরাহের আগের দিন।

সে কারণে তাঁকে দেশত্যাগে বাধা দেওয়া হয়নি। মীর কাশেম আলী দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা ছাড়াও ইবনে সিনা ট্রাস্টের সদস্য (প্রশাসন), কেয়ারি হাউজিং ও ইডেন শিপিং লাইনসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি রাবেতা আলম আল ইসলামির এ দেশীয় পরিচালক।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।