আব্দুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য কিশোরগঞ্জ-৪ আসনের উপ নির্বাচন হবে ৩ জুলাই।
আর গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচনে এ এলাকার ভোটাররা ৬ জুলাই ভোট দেবেন।
প্রধান নির্বাচন কমিশনরা (সিইস) কাজী রকিবউদ্দীন আহমদ বুধবার কমিশনের সম্মেলন কক্ষে এ দুই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
কিশোরগঞ্জে উপ নির্বাচন
সরকারের মেয়াদ আর সাত মাস বাকি থাকতে সংসদে নতুন জনপ্রতিনিধি পাঠাতে হবে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৪ আসনের ভোটারদের।
এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৬ জুন।
মনোনয়নপত্র বাছাই ৯ জুন এবং প্রত্যাহারের শেষ তারিখ ১৭ জুন।
সাংসদ আবদুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর এ আসনটি শূন্য হয়। সংবিধান অনুযায়ী ২২ জুলাইয়ের মধ্যে এ আসনে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে কমিশনের।
এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন ময়মনসিংহের জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন। আর তিনজন জেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে।
কিশোরগঞ্জ-৪ আসনে ভোটার রয়েছেন ২ লাখ ৭৯ হাজার ৭১৯ জন। তিন উপজেলার ২৪টি ইউনিয়নে ভোটকেন্দ্র রয়েছে ১১৮টি।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন
ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনের আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে ৬ জুনের মধ্যে।
মনোনয়নপত্র বাছাই ৯ ও ১০ জুন এবং প্রত্যাহার করা যাবে ১৭ জুন পর্যন্ত।
চলতি বছরের ৭ জানুয়ারি টঙ্গী ও গাজীপুর পৌরসভাসহ প্রায় ৩৩০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠনের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেয় সরকার।
এরপর ১৬ জানুয়ারি দেশের একাদশ সিটি করপোরেশন হিসেবে গাজীপুরের নাম ঘোষণা করা হয়।
সে হিসেবে ১৫ জুলাইয়ের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে ইসির।
ইসি সচিবালয়ের উপ সচিব মতিয়ার রহমানকে রিটার্নিং কর্মকর্তা ও চার জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে।
২৮ এপ্রিল স্থানীয় সরকার বিভাগ নবগঠিত এ সিটি করপোরেশনের ওয়ার্ডভিত্তিক সীমানা নির্ধারণ তালিকার গেজেট প্রকাশ করে।
সে অনুযায়ী, ১০ লাখ ২৬ হাজার ৯৬৭ জন ভোটারের এ সিটি কর্পোরেশনে ৫৭টি সাধারণ ওয়ার্ড ও ১৯টি মহিলাদের জন্য সংরক্ষিত ওয়ার্ড রয়েছে।
২৫ নম্বর সাধারণ ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়ার প্রস্তাব রয়েছে কমিশনের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।