আমাদের কথা খুঁজে নিন

   

কোন সে বীন বাজায় মম আখি পরে


এ কোন খামখেয়ালে,দিবসের হেয়ালী রাতের লুকোচুরি।কোন ছলনার জালে মন আজ খেয়ালী।দুয়ার খুলে বসে আছি কিসের আশায় ।।দখিনা সমীরনও দুঃখ বরনও তরে, কোন সে বীন বাজায় মম আখি পরে, ব্যকুলও হিয়া অশ্রু ঝর ঝরে।। তবুও মন ভাল হলনা অতীত বর্তমানের কাব্য রস নিংরে। কক্ষপথ ছায়পথ মরুপথ গিরিপথ সব ঘুরে ভাবনাগুলো এখনো ঘুনে ধরা পথে। ভুলে যাব এই সব, নতুন কোন পথ ধরে হাটব, নতুন কারো দুয়ারে পাতব হাত এক মুঠো সুখকবিতার জন্য। ছবি সুত্র:ইন্টারনেট
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।