বুধবার তাদের ছাড়া হয়েছে বলে জানিয়েছে মিশরীয় সেনাবাহিনী।
নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, স্থানীয় বেদুইন গোষ্ঠীর নেতাদের মধ্যস্থতায় অনুষ্ঠিত সংলাপের পর অপহৃতদের মুক্তি দেওয়া হয়েছে। সিনাইয়ের রাফার দক্ষিণে ইসরায়েল সীমান্তবর্তী একটি এলাকায় অপহৃতদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
২০১১ সালে এক ধারাবাহিক হামলায় সাতজন নিহত হওয়ার পর একটি ইসলামিক গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তার করা হয়েছিল। ওই সদস্যদের মুক্তির দাবিতে ছয় পুলিশ ও এক সেনাসদস্যকে পণবন্দী হিসেবে অপহরণ করে ওই ইসলামিক গোষ্ঠীর বন্দুকধারী সদস্যরা।
মিশরীয় সেনাবাহিনীর মুখপাত্রের ফেইসবুক পাতায় দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “সেনাবাহিনীর গোয়েন্দাদের সঙ্গে সিনাইয়ের গণ্যমাণ্য ব্যক্তি ও নৃ-গোষ্ঠীর তৎপরতায় এই সাতজনকে মুক্ত করা গেছে।”
মুক্তি পাওয়ার পর ওই সাতজন কায়রোর পথে রওয়ানা হয়েছেন বলে বিবৃতিটিতে জানানো হয়েছে। তবে এর বেশিকিছু জানানো হয়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।