আমাদের কথা খুঁজে নিন

   

মিটারবিহীন অতিরিক্ত বিল করে বাড়িওয়ালাকে হয়রানি

অনেক কিছু জানেত চাই আপনাদের মাধ্যমে। আর নিজে যেটুকু জানি তা জানাতে চাই যারা সেটা না জানেন।

আজ পুরোপুরি বুঝতে পারলাম যে বিদ্যুত্‍ অফিসের লোকরা নিজেদের ইচ্ছামত বিল করেন । তা না হলে মিটারছাড়া বিল কি করেন তৈরি করেন ?কয়েকবছর আগে যাত্রাবাড়ি এলাকায় দুইটি বাসা একত্রে ১২৩নং বাসা ছিল যেখানে ২বাসার বিদ্যুত্‍ মিটার একত্রে ছিল । বাড়িওয়ালা ২মালিকের কাছে বাড়ি২টা বিক্রি করার পর ১ম মালিক আলাদা মিটার লাগান ।

অন্য দিকে ২য় মালিকের কাছে বন্ধ মিটারের বিল আসতে থাকে । পরে২য় মালিক বিদ্যুত্‍ অফিসে গিয়ে দরখাস্ত ও অতিরিক্ত বিল পরিশোধ করেন । ফলে অফিসের লোক বিল আসবে না বলে বাসায় এসে মিটারটি খুলে নিয়ে যায় । কয়েকমাস পর আজ আবার সেই বাদ মিটারের অতিরিক্ত বিল এসেছে । প্রায়১৭হাজার কিন্তু এসব কি? এভাবে অনেক জনগনকে তারা হয়রানি করছেন কিন্তু কেন? সরকার কি তাদের বেতন দেয় না ? নাকি জনগনের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে নিজেদের আরাম আয়েশ ব্যবস্হা নিশ্চিত করা ।

আর এই কারনেই কি আমরা বলব দেশ উন্নত হচ্ছে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.