অনেক কিছু জানেত চাই আপনাদের মাধ্যমে। আর নিজে যেটুকু জানি তা জানাতে চাই যারা সেটা না জানেন।
আজ পুরোপুরি বুঝতে পারলাম যে বিদ্যুত্ অফিসের লোকরা নিজেদের ইচ্ছামত বিল করেন । তা না হলে মিটারছাড়া বিল কি করেন তৈরি করেন ?কয়েকবছর আগে যাত্রাবাড়ি এলাকায় দুইটি বাসা একত্রে ১২৩নং বাসা ছিল যেখানে ২বাসার বিদ্যুত্ মিটার একত্রে ছিল । বাড়িওয়ালা ২মালিকের কাছে বাড়ি২টা বিক্রি করার পর ১ম মালিক আলাদা মিটার লাগান ।
অন্য দিকে ২য় মালিকের কাছে বন্ধ মিটারের বিল আসতে থাকে । পরে২য় মালিক বিদ্যুত্ অফিসে গিয়ে দরখাস্ত ও অতিরিক্ত বিল পরিশোধ করেন । ফলে অফিসের লোক বিল আসবে না বলে বাসায় এসে মিটারটি খুলে নিয়ে যায় । কয়েকমাস পর আজ আবার সেই বাদ মিটারের অতিরিক্ত বিল এসেছে । প্রায়১৭হাজার কিন্তু এসব কি? এভাবে অনেক জনগনকে তারা হয়রানি করছেন কিন্তু কেন? সরকার কি তাদের বেতন দেয় না ? নাকি জনগনের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে নিজেদের আরাম আয়েশ ব্যবস্হা নিশ্চিত করা ।
আর এই কারনেই কি আমরা বলব দেশ উন্নত হচ্ছে ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।