মৌনতার দীর্ঘশ্বাস...
ক'দিন আগেই একটা ২ গিগাবাইটের এমপি থ্রী প্লেয়ার কিনেছিলাম। চাইনিজ চিজ, Microlab। ব্যবহার করার কয়েকদিন পরেই হার্ট ফেইল। কোন মিউজিক ফাইল শো করেনা। এমনিতে পিসিতে সংযুক্ত করলে মেমোরী স্পেস ঠিক দেখায় এবং তা ব্যবহার করা যায়, পেন ড্রাইভের মত।
কিন্তু যতই গানের ফাইল লোড করিনা কেন, প্লেয়ারে ওপেন করতে গেলে বলে "Empty Disk"।
এক ভাইয়া বলল ওটার ফার্মওয়্যার এ ডিফেক্ট হয়েছে। নতুন করে সেটআপ করলে ঠিক হয়ে যাবে। দোকানে নিয়ে গেলাম। তারা যে দাম চাইলো তাতে আর কিছু টাকা যোপ করে নতুন আরেকটা কেনা যাবে।
গুগলিং করে করে কয়েকটা টুলস নামালাম। কিন্তু একটাতেও কাজ হলনা। তাই এখানে ধর্না দিচ্ছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।