We can easily forgive a child who is afraid of the dark; the real tragedy of life is when men are afraid of the light. ----------Plato
আমার এক পরিচিত লোক ট্রান্সেন্ড এর StoreJet 25A3 কিনেছেন, এক টেরার। কদিন আগে সেটা পিসিতে এটাচ অবস্থায় পাওয়ার আপ ডাউন বা কোন কারণে পিসি বন্ধ হয়ে যায়। এর পর থেকে পোর্টেবল হার্ডিস্ক টা আর কাজ করছে না।
অর্থাৎ সেটা পিসি তে লাগালে পিসি হ্যাং করে, অনেক্ষণ উইন্ডোজ পরে ঠিকঠাক হলে হার্ডিস্ক টার নাম না দেখিয়ে দেখায় Local Drive, এবং ডাবল ক্লিক করে ওপেন করা যায় না। করতে গেলে ফরম্যাট দিতে বলে (যেমন প্রথমবার সেটাপের সময় ডিস্ক পার্টিশান দেবার পর ড্রাইভ ওপেন করার আগে ফরম্যাট দেয়া লাগে ঐ রকম)।
তার ঐ হার্ড্রাইভে প্রায় ৪০০ জিবির উপরে ফাইল আছে। ডাটা রিকোভারি দিলে কি সম্পূর্ণ ফাইল উদ্ধার হবে?
উনার আসল মানে পিসির হার্ডিস্ক ৩২০ জিবি, রিকোভারি দেবার সময় কী ফাইল যেখানে থাকে সেখানেই রিকোভার হয় না আলাদা জায়গা দেখিয়ে দেয়া লাগে?
ব্যাপারটা খুবই জরুরী ভাই। প্রায় তিন-চার বছরের কালেকশান ঐ জায়গায় আছে। সাথে খুবই দরকারী কিছু অফিসিয়াল ডকুমেন্টস। ঈদের পরে অফিস খুললে চাকরি নিয়ে টানা টানি ব্যাপার হয়ে যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।