আমাদের কথা খুঁজে নিন

   

লিরিক্সঃ বিপ্রতীপ অন্ধকারে আমি খুজে ফিরি চাদেঁর আলো

ভাঙা স্বপ্নে কান্নার রং মেশিয়ে আমার সৃষ্টি

আমার রক্ত কেন আজ ইষৎ কালো আধারে মিলে লোহিত যত ব্যর্থ কণা নষ্ট আকুতির জয়গান করে আঙুল গুলো খুজে ফেরে ঘুমের মাঝেও অমৃত সুধা এই পচে যাওয়া আমার একটাই আকুতি এনে দাও আমায় সামান্য চিনি আমার স্বত্তা জুড়ে অনন্ত ক্ষুধা চামড়ার ভেতর প্রবেশ করে তরল উম্মক্ততা শিরার মাঝে সৃষ্টি হয় বিক্ষভের রসায়ন ক্রমেই নিস্তেজ হয়ে যাওয়া স্পাইনাল কর্ডের অবসন্নতা চোখের সাটার নুইয়ে পরতে চায় জমতে থাকে নির্লিপ্ততা মৃত আত্মারা উল্লাস করে রক্তের গহীনে আধার ঘেরা ফুসফুস জুড়ে থাকে বিপ্রতীপ অন্ধকার ঘুনে খাওয়া হৃদপিন্ডে নেমে আসে বিষাদ বিলাস আমার অস্তিত্ত কে গ্রাস করে নরকের প্লানচেট ধুলো জমা অতীতের মরুভুমিতে বয়ে যায় সাইমুম নিস্তব্ধতার দেয়ালে প্রতিদ্ধনিত হয় কষ্টের আর্তনাদ কুহেলিকার প্রলভনে তুমি নামক নষ্ট অতীত ঝুলে থাকে ইনসোমনিয়াক রাতের সম্মোহনিক ফাঁসি কাঠে নিভু নিভু পিদিমের নিচের অন্ধকার জুড়ে আমার স্বত্তা ওপারের সীমানায় পেতে চাই না তোমার চিহ্ন বিবাগী পথিকের সাজে এখন আমি খুজে ফিরি চাদেঁর আলো আলো আধারের মোহনার সীমানা ঐ দূরে দেখা যায়

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।