প্রিয় মাধবীলতা...
সময় টি বড় কলুষিত
আধুনিক সময়ে আধুনিক মানসিকতা
সাথে প্রতিযগিতার রঙ্গিন খেলা
আর মন বলে, “নেশাই জীবন”।
জীবন এমন ছিল না
সবকিছুতেই একটা শান্ত ছায়া
সাথে বসন্তের আশীর্বাদ
কাল হয়েছে ঐ বয়সের চাকা।
বয়স থেমে নেই যে
তাই পঁচিশটি বরষার পর ও
বেকার জীবনের হতাশা
সাথে প্রতারক ভালবাসা।
ভালবাসি নিজেকে সবচেয়ে বেশী
এ কথা ভীষণ সত্য
তবু যখন হতাশা সীমা ছাড়ায়
বুকে আঘাত হানে কিছু আড়াল শব্দ।
শব্দের খেলাতেও আজ পড়েছে ভাটা
হয়নি একটিও স্বপ্ন পূরণ
সময় এসেছে তাই চলে যাওয়ার
একটি নাইলন এর রশি, একজন অসফল যুবক এবং একটি কচু গাছ।
© ফয়সাল বিন হাফিজ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।