মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com
কারে বাসিব ভাল
কারে করিব মাল্য দান
শুনেছি অর্থ না থাকিলে নাকি
ভালবাসার হয় প্রস্থান!
কবি আমি শিল্পপতি নই
পত্নীর পতি হতে নাই মানা
ধুরন্ধর সব মেয়েরা আজিকে
টাকা নাই শুনিয়াই করিবে মানা!
এক প্রেমিকের ডজন প্রেমিকা
কিংবা তার উল্টোটা
এই সব ভাবিয়া মাঝে মাঝে বন্ধু
উল্টে যায় মাথাটা!
প্রেমিক-প্রেমিকা লিটনের ফ্ল্যাটে
কিংবা খাটে কি যে করে
যারে বাসিব ভাল সে যদি মনে মনে
অন্য কারও জন্য মরে!
ভাগ্য ভালো সেলিব্রিটি নই
বিয়ে দিয়ে দিত সাঙ্ঘাতিক ভায়া
বিয়ে যদি করতুম আমি নিজেই
বলতো এটা গোপন বিয়া!
দাওয়াত না পেলে সাংবাদিক
হয়ে যায় সাঙ্ঘাতিক
ছবিও ছাপে বড় বড়
কিন্তু বলে বিয়েটা ছিল গোপনতর!
বড় কাজী তারা
খবরের কাগজে বিয়ে পড়ায়
আবার উকিলও বটে
ডিভোর্স লেটার তারাই ছাপায়!
এই রে, ভালবাসার কথা ফেলে
যাচ্ছি কোথায় চলে!
প্রেমের মরা জলে ডুবুক বা ভাসুক ভাই
এক্সপেরিমেন্টে আমার কোন ইচ্ছা নাই!
প্রেম আমি করতে পারি একটাই শর্তে
তোমার আমার মিলন চাই স্বর্গে নয় মর্তে!
প্রেম আমার সঙ্গে বিয়ে আরেকজনকে?
তা হবে না বলে দিলাম, আর ইউ রাজী - ওকে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।