সংবাদ বার্তায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ বছরের জানুয়ারি মাস থেকে সেলবাজার ডটকম ব্র্যান্ডটির প্রধান প্রযুক্তিগত মাধ্যম গ্রামীণফোনের সঙ্গে সম্পৃক্ততার অবসান ঘটিয়ে বাংলাদেশের ঐতিহ্যের সম্পূরক একটি আধুনিক ইন্টারনেট সাইট হিসেবে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে গ্রাহকদের বর্ধিত চাহিদা অনুযায়ী নতুন বৈশিষ্ট্য উন্নয়ন শুরু করে প্রতিষ্ঠানটি।
সংবাদ সম্মেলনে সেলবাজার ডটকমের সিইও আরিল ক্লোকারহৌগ এবং চিফ টেকনিকাল অফিসার মির্জা আসিফ ওয়েবসাইটটির নতুন ফিচারগুলো তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিসের প্রেসিডেন্ট ফাহিম মাশরুর।
এখন থেকে সেলবাজারের সব ফিচার এবং সেবা বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ব্যবহার করা যাবে।
একটি ট্যাবের মাধ্যমে এই দুই ভাষার মধ্যে পরিবর্তন করা যাবে। গ্রাহকরা এখন সেলবাজার ছাড়াও ফেইসবুক অ্যাকাউন্টের সাহায্যে ওয়েবসাইটটিতে লগইন করতে পারবেন এবং তাদের পোস্ট করা বিজ্ঞাপন শেয়ার করতে পারবেন।
সম্প্রতি ওয়েবসাইটটির নতুন লোগো ছাড়াও আরও বেশকিছু পরিবর্তন করা হয়েছে। সাইটটির হোমপেইজেও আনা হয়েছে নতুন ডিজাইন। গ্রাহকরা হোমপেইজ থেকে তাদের অবস্থান নির্বাচন করতে পারবেন।
হোমপেইজে আরও থাকছে সাইটটির সবচেয়ে জনপ্রিয় ছয়টি ক্যাটাগরি।
ক্লোকারহৌগ বলেন, “বাংলাদেশ এমন একটি বাজার যেখানে ভবিষ্যতে অন্যান্য দেশের তুলনায় ইন্টারনেট ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এ জন্য আমরা আমাদের সাত বছরের অভিজ্ঞতা ব্যবহার করে সাবধানতার সঙ্গে মান নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের প্ল্যাটফর্মের উন্নয়ন করেছি। আর সেলবাজারের উদ্যোক্তারা বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। বাংলাদেশের জনগণের জন্য সর্বোত্তম সেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করতে প্রস্তুত বিনিয়োগকারীদের পেয়ে আমরা আশাবাদী।
আমরা আশা করছি, অদূর ভবিষ্যতে ব্যবহৃত পণ্যের কেনা-বেচার সমার্থক হয়ে দাঁড়াবে সেলবাজার ডটকম। ”
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০০৬ সালে সেলবাজার যাত্রা শুরু করেছিল পুরস্কারপ্রাপ্ত এসএমএস সার্ভিস হিসেবে। ২০০৭ সালে এটি ওয়েবসাইট হিসেবে যাত্রা শুরু করে। এ বছর প্রতিষ্ঠানটি গ্রামীণফোনের সঙ্গে স্বাতন্ত্র্য চুক্তির সমাপ্তি ঘোষণা করে। ব্যবহারকারীরা এই সাইটে বিনামূল্যে বিজ্ঞাপন পোস্ট করতে পারেন, যা কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে যাচাই করা হয়।
বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে ক্রেতারা নিজ¯^ এলাকায় প্রাপ্ত পণ্যের খোঁজ পান এই সাইটে। ভবিষ্যতে আরও বেশকিছু আকর্ষণীয় ফিচার যোগ করা হবে সাইটটিতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।