আমাদের কথা খুঁজে নিন

   

অনুতৃপ্ত ভাঙন ( গল্প )

অচেনার মাঝেও নিজেকে চেনার নিঁখুত অভিনয় করি

আজ পূর্ণিমা রাত। সুন্দর চাঁদটা মায়াবী আলো ছড়াচ্ছে চারদিকে। সে আলোয় ভাসতে অনাবিল আনন্দ, অন্যরকম অনুভূতি। আগে পূর্ণিমার রাত যে কখন আসত কখন যেত তার টের পেত না রিয়াদ। তবে যখন থেকে প্রেম করা শুরু করে তখন থেকে প্রতিটি পূর্ণিমার রাতই উপভোগ করে অন্যভাবে।

পূর্ণিমার রাত উপভোগ করা শিখিয়েছে তরু। এমন হয়েছে পূর্ণিমা রাতের অপেক্ষায় থাকত। যেদিন পূর্ণিমার রাত সেদিন রাত জেগে কথা বলত দুজন। তরুই ফোন দিত। : সুন্দর চাঁদটা দেখেছো? : হ্যা দেখেছি।

অনেক সুন্দর। : ব্যালকনিতে যাও। আমিও ব্যালকনিতে আছি। রিয়াদ ব্যালকনিতে যায়। আস্তে আস্তে কথা বলে।

ঘুম যাচ্ছে টের পেলে মা খবর করবেন। মায়ের মতে, রাতে ঘুম না গেলে স্বাস্থ্য খারাপ করবে। রাতের ঘুম অত্যাবশ্যক। তাই রিয়াদ ফিসফিস করে কথা বলে। যাতে অন্য রুম থেকে শুনা না যায়।

: হুম আসলাম। : আচ্ছা চাঁদটাকে তোমার কেমন মনে হচ্ছে? : ঠিক তোমার মত। তোমার মত সুন্দর ঐ চাঁদ। তরু হেসে উঠে। : চাঁদের মত হলে তো কথাই ছিল।

চাঁদটা সারাজীবন তরূণীই রয়ে যাবে। অথচ আমি বুড়ি হয়ে যাবো। চুল পাকবে, দাঁত সব উঠে যাবে। চামড়া কুঁচকাবে। তখন তো আর বলবে না আমি চাঁদের মত।

: মন খারাপ করা কথা বলো না তো। তোমাকে অনেক ভাল লাগে আমার। এজন্যই বললাম। : ঠিক আছে মন খারাপ করা কথা রাখলাম। আচ্ছা আমি যে বললাম চাঁদ তরুণী।

তুমি কিছু বললে না কেন? চাঁদ মেয়ে এটা কি তুমিও কি ভাবো? : সুন্দরের কথা উঠলে প্রথমেই মেয়েদের সৌন্দর্যের কথা কল্পনায় আসে। চাঁদ যেহেতু সুন্দর তাই তাকে মেয়ে হিসাবে ধরে নিলে সমস্যা নেই। সূর্যকে পুরুষ ভাবা যায়। : আরে তুমি দেখি ভালোই কথা শিখছো। তা সূর্যকে পুরুষ ভাবলে কেন? সূর্য বুঝি সুন্দর না? প্রশ্ন রাখে তরু।

: আরে সুন্দর হবে না কেন? তবে সুন্দরের চেয়ে সূর্যের প্রয়োজন বেশি। এজন্যই সূর্যকে পুরুষ বলেছি। তা শুনে একটু রাগ করে তরু। একটু গম্ভীর গলায় বলে, তার মানে মেয়েদের প্রয়োজনীয়তা নেই। তা শুনে হেসে দেয় রিয়াদ।

: তোমার সাথে কথায় পারবো না। এ প্রসঙ্গ বাদ। হার মানছি। : থ্যাঙ্কু। আমারো এই সুন্দর পূর্ণিমার রাতে কথা কাটাকাটি করতে ইচ্ছা করছে না।

চাঁদটা একটু মেঘের আড়াল হয়। কিছু মেঘ চাঁদটার উপর দিয়ে দ্রুত এগিয়ে যায়। মেঘগুলো যেন লজ্জা পাচ্ছে মেঘের উপর দিয়ে যেতে। এজন্যই হয়ত এত দ্রুত যাওয়া। দুজনে দুই বাসা থেকে এই সুন্দর দৃশ্য দেখে।

তরু কথা বলে উঠে, আচ্ছা একটা জিনিষ খেয়াল করেছো? : কি? : এই যে আমি আর তুমি চাঁদ দেখছি। এই পৃথিবীতে অনেক জুটিই তো রোমান্টিক মন নিয়ে চাঁদ দেখছে। একটা চাঁদই সবাই দেখছে। কত্ত ভালোবাসা এই একটা চাঁদ থেকে এসেছে কল্পনা করছো? : আসলে একই চাঁদ। অথচ জুটি ভিন্ন।

ভালোবাসা ভিন্ন। : আমি একটা জিনিষ ভেবেছি। আমাদের মেয়ে হলে তার নাম রাখবো চন্দ্রিহা। রিয়াদ তা শুনে একটু লজ্জা পায়। চুপ থাকে।

: কি লজ্জা পাচ্ছো তাই না! তোমাকে নিয়ে আর পারা গেল না। বিয়ের আগে পূর্ণিমার রাতে অনেক কথা হতো। দুজনই ব্যস্ত বিধায় সারা রাত জাগা সম্ভব ছিল না। তরুর এক বান্ধবী নাকি কোন পূর্ণিমার রাত ঘুমায় না। ওর যুক্তি এত সুন্দর রাত ঘুমিয়ে নষ্ট করার মানে হয় না।

সারা রাত ব্যালকনিতে বসে থাকে। আর একটু পর পর চা খায়। ওদের ইচ্ছা হয় সারা রাত জেগে থাকার। কিন্তু তা অসম্ভব। ০২ এখন পূর্ণিমার রাত।

তবে তা যথেষ্ট বিরক্তিকর রিয়াদের কাছে। সুন্দর কিছুও যখন খারাপ কিছু মনে করিয়ে দেয় তখন তাকে অসহ্য লাগে। অসহ্য লাগছে পূর্ণিমার চাঁদটি। রিয়াদ ব্যালকনির দরজাটা বন্ধ করে দেয়। যাতে পূর্ণিমার চাঁদ ঢুকতে না পারে।

বিছানায় শুয়ে আছে চন্দ্রিহা। দুই বছর হলো ওর। এরই মধ্যে অনেক পাকনামি। পৃথিবীর যত কৌতুহল সব ওর। ঘুমাচ্ছে।

রিয়াদ দেখে জানালার পর্দার ফাঁক গলিয়ে কিছু চাঁদের আলো রুমে ঢুকেছে। সে আলো গিয়ে পড়েছে ড্রেসিং টেবিলের আয়নার উপর। অন্যরকম। কিন্তু রিয়াদের অসহ্য লাগে তা। জানালার পুরা বন্ধই করে দেয় ও।

চলবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.