আমাদের কথা খুঁজে নিন

   

গোসলরত মহিলার কাপড় নিয়ে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ আহত ২০ (ভ্রেকিং নিউজ ১২)

সরকার বলে বিরোধী দল দায়ী, বিরোধী দল বলে সরকার দায়ী, জামাত বলে ভারত দায়ী, ভারত বলে পাকিস্তান দায়ী, রাজাকার বলে ভাদাকার দায়ী, ভাদাকার বলে রাজাকার দায়ী। আমি বলি আপনারা দায়ী আপনারা বলবেন আমি দায়ী। তাই আমার উপর জানজট, লোডশেডিং জারী

বানিয়াচঙ্গ উপজেলার পূর্ব বাজুকা গ্রামে গোসলরত মহিলার কাপড় নিয়ে যাওয়াকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষ চলাকালে প্রায় ২ লাখ টাকার ধান-চাল ও মূল্যবান সামগ্রী লুট ও ১৬টি বাড়িঘর ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা নিয়ে এলাকায় মুখরোচক নানান গুঞ্জন ছড়িয়ে পরেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, পূর্ব বাজুকা গ্রামের মফিজ মিয়া (৪০) ও ভাটি অঞ্চলের ত্রাস পশ্চিম বাজুকা গ্রামের মজনু মিয়ার (৩০ ) মধ্যে কয়েক বছর যাবত নারীঘটিত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। আমাদের বিশ্বস্ত সুত্র জানায় এলাকার মাস্তান মজনু মিয়ার সাথে পরি বিবির ( ২৩ ) পুর্ব প্রেম থাকা সত্বেও সে বিত্বশিল মফিজ কে বিয়ে করেন। তবে তারা বিয়ের পরেও দির্ঘদিন বিবাহ বহির্ভুত সম্পর্ক বজায় রাখে।

তবে পরি বিবির সন্তান হবার পর থেকে সে মজনু কে প্রথ্যাখান করা শুরু করলে ৪/৫ মাস আগে মজনু তার বাহিনীর লোকজন নিয়ে মফিজের এলাকায় হামলা ও লুটপাট করে। এ ঘটনায় মফিজ মিয়া বাদী হয়ে গনি ও তার সহযোগীদের আসামী করে মামলা দায়ের করে। গতকাল শুক্রবার মফিজের স্ত্রী পরী বিবি ও ভাবী গোলাপি বেগম বাড়ির পাশে নদীতে গোসল করছিলেন। এ সময় মজনু মিয়া তাদের কাপড় ঘাটলা থেকে নিয়ে যায়। এই ঘটনা জানাজানি হলে উভয় পক্ষের লোকজন বিকেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। সদর হাসপাতালে ভর্তিকৃত আহতরা হচ্ছে হাসিম মিয়া (৩৫), ছিদ্দিক মিয়া (৫০), কালা মিয়া (৩৬), সমন মিয়া (৪৮), সফর আলী (২৭), নুরজাহান (৩৫), হাজেরা বেগম (৩০), শফিক (২০), আমিন (২২), মোজাক্কির (২৫), হামদু (৪০), স্বপন (৫০), ফিরোজ (২০), মস্তোফা (৫০)। খবর পেয়ে বানিয়াচঙ্গ থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। ঘটনার পর হবিগঞ্জের সহকারি পুলিশ সুপার (উত্তর) নয়মুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করার সময় পরি বিবি কে বকাবকি করেন । রাত ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের কোনো খবর পাওয়া যায়নি।

তবে মামলার এজাহার লিখা হচ্ছে বলে সূত্র জানায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।