আমাদের কথা খুঁজে নিন

   

স্বতন্ত প্রার্থীতার পথ বন্ধ করা অগনতান্ত্রিক!



স্বতন্ত প্রার্থীতার পথ বন্ধ করা অগনতান্ত্রিক! দেশের রাজনৈতিক দুবৃত্তায়নের যুগে টাকা দিলেই দল প্রার্থী দেয়, অথবা সন্ত্রাসী গডফাদার হলে প্রার্থী দেয়, কিন্তু সৎ নীতিবান জনপ্রিয় হয়েও যদি কেউ নমিনেশন না পায় তা হলে সে লোক প্রার্থী হতে চাইলেও পারবেনা। এটা অগনতান্ত্রিক। এভাবে সৎ লোকদেরকে ক্ষমতা থেকে দুরে সরিয়ে দেয়া হচ্ছে, যেমন দল যদি গডফাদারকে শামীম ওসমানদেরকে নমিনি করে আর সেখানে যদি আইভিদের মতরা স্বতন্ত বা বিদ্রোহী প্রার্থী না হতে না পারে তাহলে ভোটাররা যাবে কোথায়। এছাড়া রাজনৈতিক দল না করেও কেউ প্রার্থী হতে চাইলে তার পথ রুদ্ধ করা অগনতান্ত্রিতকতার চরম নিদর্শণ। ১% ভোটারের স্বাক্ষর নেয়ার শর্ত একটি বাজে ফালতু অগনতান্ত্রিক শর্ত। কেউ স্বাক্ষর নিলেও কৌশলে ভূয়া ঠিক হয়নি ইত্যাদি বলে বাতিল করা নজির দেখেছি সোহেল তাজ ও আক্তারুজ্জামান বাবুর আসনের উপনির্বাচনে। গনতন্ত্র রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.