নানির সাথে নাতির প্রেম অতঃপর প্রেমিক নাতির ঔরসে সন্তান নেবার ঘোষণা! হ্যাঁ, এরকমই এক কাহিনীর অবতারণা করে বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনকে তাক লাগিয়ে দিয়েছেন আমেরিকার ৭২ বয়সী এক নারী। পার্ল কার্টার নামের ওই বৃদ্ধা তার ২৬ বছর বয়সী নাতি ফিল বেইলে’র সঙ্গে প্রেমের সম্পর্কের কথা ঘোষণা করেছেন এবং জানিয়েছেন যে, তিনি তার নাতির ঔরসে সন্তানও নিতে যাচ্ছেন! আমেরিকার ইন্ডিয়ানা প্রদেশে নানি-নাতির প্রেমের এই সংবাদ দিয়েছে নিউজিল্যান্ডের নিউ আইডিয়া ম্যাগাজিন।
ওই ম্যাগাজিন জানিয়েছে যে, নানি-নাতি থেকে প্রেমিক-প্রেমিকায় পরিণত হওয়া এই যুগল এখন উচ্ছ্বাসে ভাসছে। কারো মন্তব্য-সমালোচনার ধার ধারছে না তারা। পার্ল নামের সেই প্রেমিকা নানি জানিয়েছেন, “কারো মন্তব্যেই আমি কান দিচ্ছি না।
আমরা দু’জনই দু’জনের প্রেমে পড়েছি- এটাই সবচে সত্যি কথা। আশা করি, শিগগিরই তার (ফিলের) ঔরসে জন্ম নেয়া কোনো সন্তান আমার কোলে শোভা পাবে আর সে (ফিল) হবে একজন গর্বিত বাবা। ”
উল্লেখ্য, প্রেমিক ফিল বেইলে’র মায়ের নাম লিনেট বেইলে; যাকে ১৮ বছর বয়সে দত্তক হিসেবে এনেছিলেন পার্ল। ফিল বেইলে’র মা পরবর্তীতে মারা যাবার পরই তাদের প্রণয়ের সূচনা হয়। প্রথম ভালো লাগার অনুভূতি জানাতে গিয়ে নিউ আইডিয়া ম্যাগাজিনকে পার্ল বলেছেন, “তাকে দেখার প্রথম মুহূর্ত থেকেই আমি জানতাম, আমাদের মাঝে নানি-নাতির এই সম্পর্ক সবসময় থাকবে না।
ওকে দেখার পর আমি অনুভব করি যে, দীর্ঘ সময় পেরিয়ে এলেও আমার যৌনশক্তি এখনও সজীব!” কিভাবে এই প্রেমের সূচনা হলো তার বর্ণনা দিতে গিয়ে পার্ল আরো বলেন, “প্রথমে ফিলকে আমি আমার বেডরুমে নিয়েছি এবং আমার বিছানায় বসিয়েছি। এরপর তাকে গভীরভাবে চুমু দিয়েছি। আমি ভেবেছিলাম সে হয়তো আমার যৌন আবেদন প্রত্যাখ্যান করবে। কিন্তু না, সে আমাকে চুমুর প্রত্যুত্তর দিয়েছে চুমু দিয়েই!”
এতো গেল নানির অভিব্যক্তি। প্রেমে মগ্ন নাতিও তার অনুভূতি প্রকাশে পিছিয়ে নেই।
নানি কাম প্রেমিকার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তিনি বলেছেন, “হৃদয়ের সবটুকু দিয়ে আমি এখন পার্লকে ভালোবাসি। বরাবরই বয়স্ক নারীদের প্রতি আমার একটা দুর্নিবার আকর্ষণ ছিল। আর এক্ষেত্রে পার্লকে আমার কাছে খুবই উঁচু মানের মনে হয়েছে। আমাদের প্রেমের পরিণতিতে আমি এখন আমি বাবা হতে যাচ্ছি ভাবতেই খুব ভালো লাগছে! আমার যেন আর তর সইছে না!” কোনো পাবলিক প্লেসে প্রেমের অনুভূতি প্রকাশ করতে গিয়ে লজ্জা পেতে হয় কিনা জানতে চাইলে ফিল জানান, “আমরা যখন জনসমক্ষে যাই এবং একে অন্যকে চুমু দেই তখন অনেকেই আমাদের দেখে হাসেন এবং উপহাস করেন। তবে আমরা সেটা মোটেই পাত্তা দেই না!”
সন্তান ধারণের উদ্দেশ্যে একজন নারীকে ভাড়া করতে এবং ফিলের স্পার্ম ধারণের জন্যে একটি ডিম্বাশয় কিনতে এই নবযুগল ৫৪ হাজার ডলার (৩৫ হাজার পাউন্ড) খরচ করছে।
খোলা মনের একজন ‘সারোগেইট মাদার’ পেতে এরই মাঝে বিজ্ঞাপনও দিয়ে দিয়েছে তারা। আর তাতে সাড়া দিয়েছে ক্যাম্পবেল নামের এক নারী। ৩০ বছর বয়সী সেই নারী এরকম এক যুগলের সন্তান ধারণ করার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেছেন, “ব্যাপারটিতে প্রথমে আমি খুব অবাক হয়েছিলাম! কিন্তু পরে তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে, তারা অত্যন্ত মেধাবী যুগল। তাদের পারস্পরিক প্রেম দেখে আমি বিমোহিত! আমার বিশ্বাস এভাবেই তারা তাদের আসন্ন সন্তানটিকেও ভালোবাসবে!”
প্রেমের স্মারক হিসেবে সন্তান নেবার অনুভূতি জানাতে গিয়ে পার্ল বলেছেন, “আমি খুব উচ্ছ্বসিত যে, অবশেষে মা হতে যাচ্ছি আর ফিল একজন গর্বিত বাবা হতে যাচ্ছে! আমাদের জন্যে এটা অনেক বড় পাওয়া!”
শারীরিক অক্ষমতার কারণে নিজ গর্ভে সন্তান ধারণ করতে না পেরে অন্যের শরণাপন্ন হতে হলেও এর মাঝেই তিনি ‘গর্ভবতী’ হবার স্বাদ খুঁজে পাচ্ছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, “আমি কখনো কল্পনা করিনি যে, ৭২ বছর বয়সে আমি ‘গর্ভবতী’ হব এবং আমার নাতির সাথে প্রেমে জড়িয়ে পড়ব! একারণে আমার কোনোপ্রকার আক্ষেপ কিংবা অনুশোচনা নেই! আমি বিশ্বাস করি, বিধাতার পক্ষ থেকে এটা আমার জন্যে ‘দ্বিতীয় সুযোগ’।
(ইউকেবিডিনউজ থেকে কপি পেস্ট)
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।