এই ব্লগের কোন লেখা আমার অনুমতি ব্যতীত কোথাও ব্যবহার না করার অনুরোধ করছি
এইসব ভালো লাগে, জানালার ফাঁক দিয়ে ভোরের সোনালী রোদ এসে
আমারে ঘুমাতে দেখে বিছানায়, আমার কাতর চোখ, আমার বিমর্ষ ম্লান চুল
এই নিয়ে খেলা করে, জানে সে, যে বহুদিন আগে আমি করেছি কী ভুল;
পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালোবেসে...
ভাগ্য ভাল, জীবনানন্দ দাশের জীবদ্দশায় ফেইসবুক ছিল না, থাকলে কবিতাটা হয়তো আমরা এমন পেতামঃ
ফেইসবুক ভালো লাগে, হাইপারলিঙ্কের ফাঁক গলে রিকোয়েস্ট এসে এসে
আমারে লগ আউট দেখে অনলাইনে, আমার নোটিফিকেশন বক্স, ট্যাবপ্যান
এই নিয়ে বসে থাকে, জানে সে, যে বহুদিন আগে আমি করেছি কী ভুল;
পুথিবীর সবচেয়ে সময়নষ্টের এই ফেইসবুকে একাউন্ট খুলে...........
আবার আসিব ফিরে, ধাঁনসিড়িটির তীরে, এই বাঙলায় হয়তো মানুষ নয়..
তখন সামু থাকলে এটা এরকম হতোঃ
আবার করিব লগ ইন, সামুবাসীর মাঝে, এই ব্লগে হয়তো এই নিকে নয়...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।