আমাদের কথা খুঁজে নিন

   

বিদায় এপ্রিল, ২০১০! স্বাগতঃ মে ২০১০।

বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ।

আজ এপ্রিলের শেষ দিন। আজ আমার শেষ কর্মদিবস। আমার অফিসের নিয়ম অনুযায়ী ১ তারিখে বেতন পাবার কথা।

কিন্তু এবার তা পাচ্ছি না। কারণ, কাল ১লা মে। বিশ্ব শ্রমিক দিবস যা মে দিবস নামে পরিচিত। মাস শেষ হয়ে যাওয়ায় প্রকৃতির নিয়ম অনুযায়ী আমার হাতও খালি। এমাসে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত খরচ হয়ে গেছে।

কয়েকজনকে ধারও দিতে হয়েছে। একজন জ্ঞানী লোক বলেছিলেন, ধার নিওনা এবং ধার দিও না। অনেক খাটি কথা। কিন্তু তিনি তো আর জানতেন না, যে কেউ কি আর সেধে সেধে টাকা ধার দেয়! যাদের সমস্যা তারা কেঁদে-কেটে, হাতে পায়ে ধরে টাকা নেয়। তারপর আর দেবার নাম নেই।

তখন ভাবখানা হয় এই যে, আমি টাকা ধার দিয়ে তার উপকার করে মহা অন্যায় আর মহাপাপ করেছি। আমি প্রায় ১০০০ ডলার পাব অন্যের কাছে। তারা দেবার নামটি করছে না। অথচ আমাকে দেশে টাকা পাঠাতে হবে । আমার সংসার আছে।

যারা ধার নেয় তাদেরও সংসার আছে। আমার আয়ের উৎস আছে। তাদেরও আয়ের উৎস আছে। আমার আয় দিয়ে আমি কষ্টে- সৃষ্টে চলতে পারলে তারা কেন পারেনা। নাকি ধার করে চলাটাও একটা নেশা! ধার দেয়া আর ধার নেয়া উভয়ই বন্ধুত্বের জন্য ক্ষতিকর।

অতএব ধার দেবেন না। ধার নেবেন না। কেউ ধার চাইলে সরাসরি না বলুন এবং সুদখোর কোন মহাজনের হাতে তাকে তুলে দিন। ধার দিলে আপনি কোন লাভ পাবেন না। মহাজনের কাছে গেলে মহাজনের বহুত ফায়দা হবে।

নিজে বাঁচুন, দেশ বাঁচান। ধার-দেনা থেকে সাবধান!!! বিদায় এপ্রিল, ২০১০! স্বাগতঃ মে ২০১০।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.