আজাদের নাম শুনলে
যাদের গাত্রজ্বালা শুরু হয়
তাদের গাত্রবস্ত্র এক এক করে খুলে যাক,
নতুন পোশাক তারা কখনো পরে না
তাদের শরীরে উঁইপোকা বাসা বাঁধুক
পচন ধরুক
না হলে উন্থান হবে যাহাদের
তাহারা শুধু আজাদদের খুঁজে খুঁজে
রক্তাক্ত করবে
এক গোধূলী থেকে আর এক গোধূলীতে,
তারপর সন্ধ্যা
ও অমাবস্যর দীর্ঘরাত
মধ্যরাত থেকে মধ্যযুগ।
পাশবেরা তাহাদের ধুম্রজাল দিয়ে
ধুমায়িত করবে ফুটন্ত সকাল,
গাঙ্গেয় উপত্যকা বলে কিছুই থাকবে না
শুধুই তাদের গাড়ি ও গাড়ির বারান্দা থাকবে
থাকবে তাদের দাঁড়োয়ান
থাকবে তাদের ভোজালি ও বোম
ছুরির আওতায় চলে যাবে সব।
আজাদের নাম শুনলে
আমরা জেগে উঠি -- বাংলাভাষায়
যুক্তির বৈভবে
পদ্মসরোবরে
নদীর কল্লোলে,
বায়ুসখা হয়ে ---
আমাদের কবিতায়, গীতিনাট্যে।
আজাদের নাম শুনলে
আমাদের মেরুদণ্ড সোজা হয়ে যায়
মতিচ্ছন্নতা হারিয়ে প্রজ্জ্বলিত হই
আত্মশক্তি ফিরে পাই
রাড়ীখাল জেগে ওঠে
আকাশগঙ্গা জেগে ওঠে
উদারতা নিয়ে জুঁইফুল ফোটে
বাংলাদেশ তার মূলভূমি নিয়ে জেগে ওঠে,
প্রজ্ঞাচু খুলে যায় --
আমাদের স্বপ্ন আমাদের কাছাকাছি আসে
সবুজ ঘাসও আজাদকে ভালোবাসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।