আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তির গান: সলিমুল্লাহ খান

এসো ভাই , তোলো হাই , শুয়ে পড়ো চিত, অনিশ্চিত এ সংসারে এ কথা নিশ্চিত - জগতে সকলই মিথ্যা , সব মায়াময়, স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়।

যে যুদ্ধ করেছিল সে মুক্তিযোদ্ধা যে যুদ্ধ করে নাই সেও মুক্তিযোদ্ধা ওসমানির কাগজ পেয়েছিল যে সে মুক্তিযোদ্ধা যে সই দিয়েছিল নিজের কাগজে সেও মুক্তিযোদ্ধা যে ভেবেছিল যুদ্ধ হবে দীর্ঘস্থয়ী সে মুক্তিযোদ্ধা আমেরিকা এসে যাবে ধরে নিয়েছিল যে সেও মুক্তিযোদ্ধা এক পাও উড়ে গেছে যার কামালপুরে সে মুক্তিযোদ্ধা খঞ্জের গলায় কষেছে ফাঁসির রজ্জু যে সেও মুক্তিযোদ্ধা নয় মাস দৈনিক লিখেছে পাকিস্তানে যে সে মুক্তিযোদ্ধা রায়ের বাজার গড়ে লাশের পরে লাশ ফেলেছে যে সেও মুক্তিযোদ্ধা শুনি বাংলাদেশ (ব্রিটিশ) তামাক কোম্পানি সিঙ্গার সেলাইকল সত্যি শুনি বিশ্বব্যাংক সেও মুক্তিযোদ্ধা একদিন নিশ্চয় শুনব জেনারেল এহিয়া ছিল ছদ্মবেশে সেও মুক্তিযোদ্ধা আমি আর বিস্মিত হব না

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।