পাখি এক্সপ্রেস
মৌসুমের নতুন মশার পালে পালে বাতাসের সংঘর্ষ,
অনুমিত মাত্রার প্রহরী দৃষ্টি রাতকে এগিয়ে দিতে চৌরাস্তার সাক্ষী,
এমনকি হৃদেন্দ্রিয় যাবতীয় কাঁচামালে ঘাটের শ্রমিকের ব্যস্ততা-
সেহেতু তারা ছিলো, বিপ্লবীর কাটা কব্জির বাম পাশে ছিলো।
এমনকি নিকটবর্তী ছায়ার বস্ত্রবদলের দৃশ্য দেখা গেছে।
ঝরঝর করে ঝরেছিলো প্রতিবেশী তরুণীর মেয়েলী জোছনা।
এক সময় ঘুমিয়ে গেলে পাশ্ববর্তী নদীপাড়ে প্রতিটি গোলপাতায়
আমরা সারিবদ্ধ প্রশ্ন লেখক, আমরা এক জনের সামনে আরেক জন।
আমাদের প্রশ্ন ক্ষুরহীন রাতপ্রহরীর দৃষ্টি, নক্ষত্রের রসে নেশা না হলে
মৃত বিপ্লবীর লাশলগ্ন ছেঁড়া আলোর রেখায় দলবেঁধে শুয়ে পড়ে।
বেজে ওঠে রঙিন চিৎকার, ধোঁয়া ধোঁয়া বার্তাবাহকের ঘাম-
আহ! এমন স্যাঁতস্যাঁতে বাতাসে প্রজন্মের নগ্ন প্রজাপতি।
তবুও কাঁচা কাঁচা সবজিদন্ডের মাংসের স্তুপে মধু বিক্রেতার দৃষ্টি।
... একদিন নষ্টরা অধিকার ছেড়ে চলে যাবে!
ওইখানে, সামনের তিনস্তর ভবিষ্যত পেরুলেই
আরো কিছু দলবদ্ধ প্রাণী সাদৃশ্য বাস্তবতা জোছনা খেয়ে দিন কাটাচ্ছে।
==================
ছবি শিরোনাম : A Nation Is Coming
শিল্পী : JD Challenger
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।