সকলেই কবি নয় কেউ কেউ কবি...
নিদ্রাপ্রিয় রাত জাগে নিজস্ব কৌশলে
কাজল রশীদ
ক,
দীর্ঘ ঘুমের পর রাত জাগার কৌশল অচেনা লাগে
সাধ্য ছিলনা আড়ে আড়ে তোমাকে দেখার ,
দাসত্বের শিকল ছিঁড়ে মালার পোশাকে যতো নিরাময় ---
দয়াময় ! নিদানদিনে তুমি হও নিদ্রাপ্রিয় সাথী, প্রিয়ার সারথি।
আজ তবু কেন…
শরবৃষ্টি বিধিঁলো পরানে, ঘুমের মিনারে।
খ
দীর্ঘ রমনের পর রতিক্রিয়ার কৌশল ভুল মনে হয়
উষ্ণ আলিঙ্গনের বেপরোয়া সন্তরণ অচেনা লাগে
ভার্চ্যুয়াল রমণক্রিয়ার ক্ষণ সাজায় সময়ের পালক
রমণের গন্ধে নাভিশ্বাস বাড়ায় ছায়ার সমাজ।
আজ তবু কেন…
লাজহীন রমণে যুগলমূর্তি লাফ দেয় ঘোরডালে !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।