আমাদের কথা খুঁজে নিন

   

ডিভিডি ও ব্লু-রে বিক্রিতে অ্যাভাটারের রেকর্ড

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

রিলিজের প্রথম চারদিনেই ৬.৭ মিলিয়ন ডিভিডি ও ব্লু-রে ডিস্ক বিক্রি হয়েছে অ্যাভাটারের। যার মধ্যে ২.৭ মিলিয়ন হচ্ছে ব্লু-রে ডিস্ক। এই হিসাব ২০০৮ সালের মুভি দি ডার্ক নাইটের রেকর্ড দুমড়ে দিয়েছে। ডার্ক নাইটের ২.৯ মিলিয়ন ব্লু-রে বিক্রি করতে সময় লেগেছে ১৬ মাস। অ্যাভাটার ডার্ক নাইটের প্রথম দিনের রেকর্ডও ভেঙেছে।

ডিভিডি ও ব্লু-রে মিলিয়ে প্রথম দিনে অ্যাভাটারের বিক্রি ৩.২ মিলিয়ন ডিস্ক। অন্যদিকে ডার্ক নাইটের ২.৭ মিলিয়ন কপি ডিভিডি ও ব্লু-রে বিক্রি হয়েছিল। অবশ্য এ কথাও সত্য যে, ২০০৮ সালের তুলনায় গত দুই বছরে ব্লু-রে প্লেয়ার ব্যবহারকারীর সংখ্যা নাটকীয় হারে বেড়েছে। এই সুবিধাটিই ভোগ করছে অ্যাভাটার। মুভির টুডি ফরমাটে স্পেশাল ফিচারবিহীন ডিভিডির ব্যাপক বিক্রি-বাট্টা অভিভূত হওয়ার মতো।

নভেম্বরে স্পেশাল ফিচারসহ ডিস্ক সেট ও আগামী বছর অ্যাভাটারের থ্রিডি ভার্সনের ডিস্ক বাজারে আসবে। পার্সেন্ট হিসাবে জেমস ক্যামেরনের পকেট আরও ভারী হচ্ছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.