আমাদের কথা খুঁজে নিন

   

"ফ্রিল্যান্সিং কনফারেন্স", ১ মে, চট্টগ্রাম শিশু একাডেমি

যে জেলে নিরুপায় বুকে হাত দিয়ে বসে আছে আমি তার কথা ভাবি "উদ্দ্যোক্তা উৎসব, চট্টগ্রাম ২০১৩ " প্রথমদিন ১ মে, ২০১৩ তে চট্টগ্রামের শিশু একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে "ফ্রিল্যান্সিং কনফারেন্স" । কনফারেন্সে মোট ৪ টি সেশন থাকবে । ফ্রিল্যন্সিং কনফারেন্স সময়সূচীঃ ==================== ৯.৩০ - ১০.০০ : কনফারেন্স এর উদ্ভোধন এবং বক্তা পরিচিত ১০.০০ - ১২.০০ : সেশন -১ : আইটি বেইসড ফ্রিল্যান্সিং ১২.৩০ - ২.৩০ : সেশন -২ : নন আইটি বেইসড ফ্রিল্যান্সিং ৩.০০ - ৫.০০ : সেশন -৩ : বেষ্ট প্র্যাকটিস ইন ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং কনফারেন্স এর বক্তারাঃ ----------------------------------------- ১. মুনির হাসান, সাধারণ সম্পাদক, বিডিওসএন। ২. মাহমুদুল হাসান সানি, কান্ট্রি ডিরেক্টর,ওডেস্ক ৩. সাইদূর মামুন খান, কান্ট্রি ডিরেক্টর,ইল্যান্স ৩. নাবিলা খোর্শেদ,কান্ট্রি ডিরেক্টর, ফ্রীল্যান্সার.কম ৪. এনায়েত হোসেন রাজীব, সহ সাধারণ সম্পাদক বিডিওএসএন ও বেসিস বর্ষসেরা ২০১১ ৫। নাসির উদ্দিন শামীম, সিওও, ডেভসটিম। অংশগ্রহনের নিয়মঃ ------------------------ অংশগ্রহন করার জন্য ওয়েবসাইটে রেজিস্ট্রশন করতে হবে । Click This Link ওয়েবসাইটঃ http://www.uddoktautsab.com/  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.