যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়। এ্যাই বোকা এ্যাই এ্যাই কি? কি? কি? পিছলে যাবে তো পড়ে ঐ খাদে আর একটু সরলেই আর একটু বেসামাল হলেই এ্যাই দুষ্টু এ্যাই এ্যাই কি? কি? কি? সরে এসো বলছি অনেক হয়েছে মধ্যরাতে দুষ্টুমি তোমার উদ্ভট এ্যাডভেঞ্চার সেবার একাই চলে গেলে ছেঁড়াদ্বীপ সেও রাত গভীরে কাউকে না জানিয়েই নাফাখুম ঘুম থেকে উঠে দেখি তুমি নাই এ্যাই বোকা এ্যাই এ্যাই কি? কি? কি? মনে আছে, রামসাগর থেকে বাঁধিয়ে আনলে জার্মান মিজেল, ফুলেফেঁপে ঢোল সোলগনি থেকে কালা জ্বর ঐ যে সেবার, বালি থেকে আস্ত কাটা পা, হাঁটু পর্যন্ত তোমাকে নিয়ে কি যে করি এ্যাই দুষ্টু এ্যাই এ্যাই তুমি এত হতচ্ছাড়া কেন হলে? বাবুমনি ডাকা মানুষটার পিছনে ছুটলে পুরো দুটো মহাদেশ পুরোনো ঈগল ডাকা মানুষটার পিছনে তিনটা সভ্যতা আর দশটা রেলগাড়ী মায়া-আজটেক-হরপ্পা এ্যাই শয়তান এ্যাই এ্যাই কি? কি? কি? কোন কোলে তোমার বিশ্রাম? কোন বৈশাখে তুমি হাতে হাত ধরে পথে নামবে? কোন ঈদে দেবে লাল পেড়ে শাড়ি? এ্যাই দুষ্টু এ্যাই এ্যাই কি? কি? কি? তোমার কিসের এত ছোটা? কিসের এত অ-বিশ্রাম? না না না ছুটছি নাতো আমি সত্যি সত্যি তিন সত্যি দাঁড়িয়ে আছি ঠিক সেখানেই পদ্মকলী স্কুলের সামনেই, সেই কড়ই গাছটার গোড়ায় তুমি বেণী দোলাতে দোলাতে কখন এসে বলবে এ্যাই দুষ্টু এ্যাই এ্যাই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।