নিযাতীত মানুষের পাশ্বে দাড়ায় আমরা সবাই !!!!!!!!!!!
গ্রামীনফোনের ২৯টাকার মিনি ইন্টারনেট প্যাকেজে ককসসবাজার নিউজ ডট কম পেইজ খুললে ১৫মেগাবাইট শেষ!
গ্রামীনফোনের এমন ডিজিটাল ডাকাতি .করে সাধারণ গ্রাহকদের থেকে ডিজিটাল কলাকৈাশল করে নিয়ে যাচ্ছে হাজার হাজার টাকা. এমন কি আমি নিজেও গত ২৪.০৪.২০১০ তারিখে গ্রামীনফোনের মিনি ইন্টারনেট প্যাকেজ নিই ভ্যাট সহ ৩৪ টাকায়. তখন রাত্রে ব্যবহার করি ৩ মেগাবাইট মত. আর আমার বাকি ছিল ১২ মেগাবাইট ঐ ১২ মেগাবাইট নিয়ে আমি সকালে দুই বার ককসবাজার নিউজ ডট কম পেইজ খুলি তারপর একটা নিউজের বিস্তারিত দেখার জন্য ক্লিক করি তখন শেষ হয়ে যায় ১২ মেগাবাইট
গ্রামীনফোনের ডিজিটাল ডাকাতি দেখার কেউ নেই?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।