আর ভালা লাগে না, ইসটুডেন থাকতে কত সুখে আছিলাম!!
ব্লগে রেগুলার আসা হয় না আমার। গত কয়েকদিনের পোস্টগুলো মনোযোগ দিয়ে দেখলাম, উপলব্ধি করলাম সবশ্রেণীর ব্লগারদের প্রাণের আকুতি অভ্রের জন্য। কিন্তু এতদিন হয়ে গেল মডারেটররা আজো পারলনা অভ্রের সমর্থনে একটা ব্যানার টানাতে! খুবই দুঃখজনক!
এই যে দাবি করা হচ্ছে সামহোয়ারইন সবার চেয়ে সেরা বাংলা ব্লগ, কিভাবে হল এটা? প্রিয় মডারেটরবৃন্দ একটা পরিসংখ্যান পারলে প্রকাশ করুননা, কয়জন ফোনেটিকে লিখে আর কয়জন বিজয়ে? আপনারা প্রথমে জানালেন জানা আটকা পড়েছেন ইউরোপে, সেজন্য আপনারা করতে পারছেন না, এই ব্লগের ঈশ্বর আপনারা , কথায় কথায় কতজন জেনারেল/সেফ হয়ে যায় রোজ, আর একটা ব্যানার টানাতে এত গড়িমসি? একজন ছাগুও হয়ত ব্যান হয়ে যায় একসময় আপামর ব্লগারদের রিপোর্টে, অশ্লীল কমেন্ট/পোস্ট দেয়া একজনও হয়ত ব্যান হয় কোন একসময়, কিন্তু একটা ব্যানার দেয়া যায় না সবার প্রাণের চাওয়ার? জব্বারের বিজয় কি আমার এবং আমার মত আরো অনেকের প্রিয় ব্লগটাকেও জয় করে ফেলল?
একটিবার চেয়ে দেখুন ব্লগারলিস্টে, কতজন ব্লগার ধরে আছে অভ্রের প্রতি সমর্থনের প্রতীক, তা কি আপনাদের চোখে পড়ে না? বিজয়কে, মোস্তফা জব্বারকে সমর্থন করলে জানিয়ে দিন, বলুন সব ব্লগারকে বিজয় ছাড়া ব্লগিং করা নিষেধ, তারপর দেখুন কয়টা পোস্ট আসে কপি-পেস্ট ছাড়া।
বি.দ্র: জানিনা, এই পোস্টের জন্য আমি ওয়াচে চলে যাব না জেনারেল হয়ে যাব! কিন্তু খেদটুকু না জানিয়ে পারলাম না। সবাই ভাল থাকুন, অভ্রের সাথে আমাদের প্রাণের আশির্বাদটুকু তো থাকবেই, সেটা তো সামহোয়ারইন কেড়ে নিতে পারবে না, পারবে না ব্যান করতে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।