আমাদের কথা খুঁজে নিন

   

আমি ধরিত্রির মহাপ্রলয়



আমি প্রহৃত হই মন মননে সকাল সাজে নিত্য দিন চেপে বসে মাথায় অদৃশ্য গুঞ্জনে- এক অসহায় ভবিষ্যৎ, থামিয়ে দেয় গতিপথ, আমি পৃথিবীর অভিশাপ । আমি চেনা অচেনা পথে - মাড়িয়ে ষায় ভালোবাসার পিদীম আমি বর্ববতায় আদিম,নির্মমতায় নিধন করি আমানতের কাবিন। । আমি অসময়ে নিজেকে করি সমর্পন ,আগুনের ফুলকিতে খুঁজি হারানো বসন, সময়ের স্তনে মূখ রেখে চুষে নি জীবনের তিক্ত আস্বাদন- ভেঙ্গে যায় স্বপন, কষ্ট হয় বাহন, রয়ে যায় স্মৃতির কাপঁন। আমি শার্দুল প্রেমের জ্বালা-মূছে দি রংধনুর সাজানো বলয় আমি ধরিত্রির মহাত্রাস-মমতার দেহে এনে দি তাই মহাপ্রলয়।

। আমি ধমনীর মূখে বিষাক্ত মাখন,মানুষের মূখোশ পড়ে আগুনে ভস্ম করি জনপদ উল্লাসে উজ্জীবিত কদর্য নখর , হিমালয় তুল্য অহমিকায় কাপেঁ সোনালী স্বপদ- আমি সাগরের উদ্দামতা, আমি হৃদয়ের প্রভঞ্চনা, আধাঁরের নদীতে আলেয়া জ্যোৎস্না। আমি নগ্ন আলোতে পরমাণু সাজাই,শকুনের চোখে খুজিঁ বিধ্ধস্ত স্বপ্নের বাসর আমি হাতে নি কচি মানবীর কাবাব,কলিজের অন্দরে খুজিঁ মমতার আকর। । আমি বালিকার নগ্ন পায়ের স্নিগ্ধ ভোরকে বুলেটের আঘাতে করি আহত ফাল্গুনি বসন্তে খুনের মাতম তুলে গনতন্ত্রের পথচলা করি ব্যাহত- আমি শেষ রজনীর টর্পেটো, আমি গিলে খাই ফড়িং শিশু, ধোয়াটে রুমে নিত্য বানায় ইস্যু।

আমি হায়েনার মতো খুজেঁ ফিরি প্রান্তে-দিগন্তে ,শ্বেত পায়রার ঝরা শুভ্র পালক আমি মেঘেঢাকা আকাশ নদীতে,রিমোটের বোতাম টিপে সাজায় আগুনের ঝালক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.