আমাদের কথা খুঁজে নিন

   

মঠবাড়িয়ায় হিন্দুদের জমি দখলে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ

শিক্ষাই হল জাতি

ঢাকা, এপ্রিল ২৫ পিরোজপুরের মঠবাড়িয়ায় হিন্দু স?প্রদায়ের জমি দখলে জড়িতদের ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার এবং সংশ্লিষ্ট জেলা-উপজেলার এসপি ও ইউএনওকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের বেঞ্চ রোববার এ আদেশ দেয়। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রোববারই এ জনস্বার্থ রিট আবেদন করে। পিরোজপুরের পুলিশ সুপার এবং মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী ৬ মে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে বেঞ্চ। গত ২০ এপ্রিল দৈনিক যুগান্তরে পিরোজপুরের 'হিন্দু স?প্রদায়ের পাঁচশ বিঘা জমি দখল' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরব ভূমিকা পালনের বিষয়টির বৈধতা নিয়ে রিট আবেদনটি দায়ের করা হয়। গত ১৯ এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে মঠবাড়িয়ায় হিন্দু স?প্রদায়ের জমি দখলের অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে মঠবাড়িয়ার দক্ষিণ সোনাখালী গ্রামের হিন্দু স?প্রদায়ের একশ ৩৫ ব্যক্তির স্বাক্ষরসহ লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংকর মিত্রসহ কয়েকজন। এতে অভিযোগ করা হয়, স্থানীয় মজিবুর রহমান ছায়েদ তার বাহিনী নিয়ে একশ হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টা, দোকানে আগুন দেওয়া ও নারী নির্যাতন করছেন। ছায়েদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমানের বাবা বলে জানানো সংবাদ সম্মেলনে।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের রিট আবেদনে সরকারের স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিআইজি বরিশাল রেঞ্জ, পিরোজপুরের পুলিশ সুপার ও মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবাদী করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে এ জমি দখল ঘটনা তদন্ত করে প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে পুলিশের মহাপরিদর্শককে রোববার নির্দেশও দিয়েছে আদালত। জমি দখলকারীদের বিরুদ্ধে কেন আইনগত পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে সরকার ও পুলিশ কর্মকর্তাদের আগামী দুই সপ্তাহের মধ্যে কারণ জানানোর জন্য রুলনিশিও জারি করা হয়েছে। শুনানিতে রিট আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, "জনগণের সম্পত্তি রক্ষার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কিন্তু পিরোজপুরে হিন্দু স?প্রদায়ের পাঁচশ বিঘা জমি দখলের ঘটনায় অপরাধীদের সহায়তায় পুলিশ যা করছে তা তাদের ওপর অর্পিত দায়িত্বের পরিপন্থি।

" (দেখি ১ মাসের পর কি তদন্ত রিপোর্ট আসে জানব)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।