আজ থেকে শুরু হল আমার ধারাবাহিক গল্প...আশা করি আপনাদের সবার ভাল লাগবে। ।
গাড়ি থাকাটা এক সমস্যা...না থাকাটাও আরেক সমস্যা...। আমার এই লেখাটা পড়ে আবার কোন ড্রাইভার ভাই খেপবেন না...। সি এন জি পাম্পে ত ড্রাইভার ভাই দের নিয়মিত জগসাজশ থাকে।
সি এন জি কম দিয়ে টু পাইস পকেটে পুরতে পারার আনন্দ টা যে কম না তা বুঝাই যায় । এরপর আছে ফাঁক পেলে গাড়ির তেল বেচার টাকা...কিছু তেই এরা ১০ লিটার তেল এক সপ্তাহ চালাতে পারে না। । র আমাদের স্কুল কলেজের ফাকে ফাকে দাড়িয়ে থাকার বদলে খেপ মারা ত মস্ত বড় সুযোগ। মালিকের গাড়ি দিয়ে বিনা ভাড়ায় নিজেই ব্যবসা করে... আসলে কি করবে বলেন... তাকায় তাকার লোভ বাড়ে।
আর ড্রাইভার যদি হয় ব্ল্যাক মেইলার। । তাহলে তো কথাই নাই...আমাদের দ্রাইভার খুব ছেস্রা...তাকে যদি কোন কারনে বকা দেওা হয় তাহলে সে রাস্তায় নেমে রিকশার সাথে ইচ্ছ আকরে লাগিয়ে দেয়... সত্যি বলছি মাইরি...গাড়ির গায়ে রিকশার আঁচড় লাগ্লে মনে হয় আমার চামড়ায় কেউ আঁচড় দিয়ে গেল...েইজন্যে ড্রাইভার কে অনেক তোষামদ করে চলতে হয়। । মনে হয় এরায় গাড়ির আসল মালিক...।
র আমরা ভাড়ায় ওঠা প্যাসেঞ্জার... একটা সিনেমা বানাব ভাবছি..." ড্রাইভার কেন গাড়ির মালিক?"। ৈ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।