আমাদের কথা খুঁজে নিন

   

নি্র্মানের সেরা তারকা যশোরের মোঃ সুমন



১লা মে ২০০৯এ শুরু হওয়া শাহ সিমেন্ট নি্র্মানের তারকা চূড়ান্ত পর্ব হয়েছে গতরাতে এটিএন বাংলায়। টিভিতে অনেক কিছু দেখা না হলেও নি্র্মানের তারকাদের গানের ফাইনাল দেখার ইচ্ছা ছিল এবং দেখলাম। চূড়ান্ত বিজয়ী হয়েছে যশোরের মোঃ সুমন। মায়ের সাথে বসা সুমনের ছবি দেখিয়েছে। সে পেয়েছে একটি বিলাসবহুল গাড়ী (ঘোষনায় যা বলেছে)।

চাবি নিয়ে গাড়ীতে বসে সে বিজয়ীর গর্বিত হাসি হেসেছে। বিচারকত্রয় ফাতেমাতুজ্জোহরা, এস আই টুটুল এবং মমতাজ (বেগম) এর গান শোনা হয়েছে। উপস্হাপনায় সুসজ্জিত অভিনেতা রিয়াজ এবং তার স্ত্রী তিনা বেশ ভাল করেছে। যারা আমাদের ঘর বানানোর কারিগর তারা থাকে তাদের মত ঘরে। এই সাজসজ্জা, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান কয়েকদিনের কিন্তু তাদের স্মৃতিতে স্বপ্নের মত হয়ে থাকবে, আবার তারা চলে যাবে অন্য কারো স্বপ্নবাড়ী বানাতে।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.