মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com
আন্তর্জাতিক খ্যাতিমান পরিচালক শেখর কাপুর (৬৪) কেট ব্ল্যানশেট, হিথ লেজারের মতো হলিউড স্টারদের সঙ্গে কাজ করার পর এবার সদ্য অস্কার বিজয়ী ক্রিস্টফার ওয়ালটজকে তার দীর্ঘ প্রতিক্ষিত মুভি 'পানি'-তে কাস্ট করতে চান। শেখর জানিয়েছেন তিনি এরিই মধ্যে ইনগ্লরিয়াস বাস্টার্ডস মুভিতে অনবদ্য অভিনয়ের জন্য অস্কার জয়ী ক্রিস্টফার ওয়ালটজের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি ক্রিস্টফারকে পানি মুভিটির গল্প এবং তার জন্য প্রস্তাবিত চরিত্রটির বর্ণনা দিয়েছেন। অতঃপর তারা এই বিষয়ে একটি সমাধানে আসার জন্য একসঙ্গে বসার সিদ্ধান্ত নেন। মজার ব্যাপার হলো ফোনে ওয়ালটজের সঙ্গে কথা শেষ হওয়ার পরপরই শেখর ওয়ালটজকে মাথায় রেখে পানির স্ক্রিপটের একটি জটিল দৃশ্য রচনা শেষ করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।