"বৈশাখী ঝাপটা হৃদকাঁপা ঘূর্ণি
পুরাতন কালিমাকে করে যাক চূর্ণি"
বাংলাদেশ দূতাবাস, রিয়াদ, সৌদি আরব-এর তত্বাবধানে বৈশাখী মেলা উদযাপন পরিষদ আয়োজিত
"বৈশাখী মেলা ১৪১৭ "
সময়: ২২ ও ২৩ এপ্রিল , বৃহস্পতি ও শক্রবার ২০১০, বিকেল ৪ টা থেকে রাত ১০টা পর্যন্ত।
অনুষ্ঠান সূচী:- ২২ তারিখ রোজ বৃহস্পতিবার।
বিকাল ৪ টায় উদ্ভোধন
বিকাল ৫ টা থেকে ৬.৩০ পর্যন্ত ছাত্রছাত্রীদের যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা।
৬.৩০ থেকে রাত ৮ টা "আলেখ্য অনুষ্ঠান উৎসবে আনন্দে সাহসী বাংলাদেশ। "
৮.৩০ থেকে রাত দশটা "বাউল গান"
অনুষ্ঠান সূচী:- ২৩ তারিখ রোজ শুক্রবার।
৪.৩০ টা থেকে ৫.৩০মি: " আট বছর বয়সী শিশুদের চিত্রাঙ্কান প্রতিযোগিতা। "
৬ টা থেকে ৮টা শিশু কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান।
৮.৩০ থেকে রাত ১০ টা বিচিত্রা অনুষ্ঠান ও পুরষ্কার বিতরন।
সব শেষে : লটারী ড্র।
স্থান- এ্যারাবিয়ান প্যালেস পার্ক, রিয়াদ (বুরুজ আল আরব)
টিকেট প্রাপ্তির স্হান: রনি, বেলায়েত, সালাউদ্দিন মোরল
মোবাইল: ০০৯৬৬-০৫৬১৮৬৩৩৭১, ০০৯৬৬-০৫০২৪৬৪৭০২
রিয়াদ প্রবাসী ভাইবোনদের সবাইকে সাদর আমন্ত্রন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।