আমাদের কথা খুঁজে নিন

   

এইনা পথ ধরিয়া- আমি কত যে গেছি চলিয়া



এইনা পথ ধরিয়া আমি কত যে গেছি চলিয়া........ বিকৃতি আর কাকে বলে?? আব্দুল জব্বারের গাওয়া ওরে নীল দরিয়া নামক গানের দুটো লাইন হলো- এইনা পথ ধইরা, আমি কত যে গেছি চইলা.. একজন মহিলা শিল্পীর কন্ঠে এই বিকৃত গানটি (গানটিতে আরো বহু বিকৃতি আছে কথা ও সুরের) আজ সকালে রেডিও আমার এফএম ৮৮.৪ এ শোনলাম। মেনে নেয়া যায়না, আমাদের সংস্কৃতির এতো বিকৃতি। ধিক এই গানের রিমেকের সাথে জড়িত সবাইকে। ধিক এর প্রচারকদের। বাংলা সংস্কৃতির বিকৃতি রোধ জরুরী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।